কাগজ প্রতিবেদক ॥ ইতিহাস কথা বলে। ১২৩ বছর পর হলেও আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা স্বর্গীও জানকী নাথ সাহার প্রৌপুত্র শ্রী অরুপ কৃষ্ণ সাহা ইঞ্জিনিয়ার আমলার মাটিতে এসেছেন। তাকে পেয়ে উচ্ছসিত হয়েছে বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থী।
ধন্য হয়েছে আমলা সদরপুরের জণগণ। টাকা থাকলেও মানুষের উপকারের জন্য অনেকে খরচ করতে পারে না। ইসলাম সবাইকে দানের কথা বলেছে। যেটা হতে পারে সাদগায়ে জারিয়া। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে অরূপ কৃষ্ণ সাহা বলেন, উপমহাদেশে প্রথম চা চাষ করেন স্বর্গীয় জানকি নাথ সাহা। আমরা ছোট বেলায় শুনতাম, আমাদের বিদ্যালয়ের ইন্ডিয়ায় চা বাগানের শেয়ার আছে।উনারা দেশ ভাগ অর্থাৎ ১৯৪৭ সালের আগেই ভারতে গিয়েছিলেন। পার্টিশন কোন সমস্যা করতে পারিনি। সমস্যা করেছে যোগাযোগ।
এসময় কামারুল আরেফিন তিনি বলেন, আমলা সদরপুরের মাটি বীর জন্মানোর ঘাঁটি। তিনি প্যারীসুন্দরী,ডঃ রাধা বিনোদ পাল সহ আরও অনেকের কথা বলেন। যারা কোন না কোনভাবে আমলা সদরপুরের মাটিকে গৌরবোজ্জ্বল করেছে। এ সময় আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফার, সহকারী শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় মুক্তিযোদ্ধা, সুধিজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
Leave a Reply