মিরপুর প্রতিনিধি ॥ সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম “মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২৩” পদক পেয়েছেন।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে ঢাকার সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আদর্শ জাতি গঠনে শিক্ষাবিদ, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মানণা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে এ পদক দেওয়া হয়।
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি এসএম মজিবুর রহমান।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী ও ১৪ দলের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ এর প্রাক্তন প্রো-ভিসি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর শহীদুল্লাহ সিকদার। মুল পসঙ্গ উপস্থাপক হিসাবে উপস্থাপন করে আন্তর্জাতিক খ্যাতিমান শিক্ষাবিদ ও ইতিহাসবিদ প্রফেসর ডক্টর শুভ বসু। সাগত বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মহাসচিব এমএইচ আরমান চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন অগ্রগামী মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক এম. গোলাম ফারুক মজনু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী, শিক্ষাবীদ ও কথাসাহিত্যিক শেলী সেনগুপ্ত, কবি ও গীতিকার অগ্নিশিখা, নজরুল গবেষক প্রভেসর ডক্টর শহীদ মনজু, সংগীত শিল্পী তন্ময় মুখোপাধ্যায় প্রমুখ।
অনুষ্ঠান শেষে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম “মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২৩” পদক তুলে দেন অতিথিরা।
Leave a Reply