খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে খোকসা শিমুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বিলজানি বাজারে বিশাল শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাহিদ হোসেন জাফর, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার ঘোষ, কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, খোকসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম।
Leave a Reply