কাগজ প্রতিবেদক ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরতœ শেখ হাসিনা হলে ছাত্রী ফুলপরিকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ৫ ছাত্রীকে ১ বছরের জন্য স্থায়ী বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার (১৫ জুলাই) ২টায় প্রশাসন ভবনের ২০২ নং কক্ষে ছাত্র-শৃঙ্খলা কমিটির বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা আইনের ৮ ধারা মোতাবেক এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ।
বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রাক্তন সহ সভাপতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সানজিদা চৌধুরী অন্তরা। ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তাবাচ্ছুম ইসলাম ও মোয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও ফাইন আর্টস বিভাগের হালিমা খাতুন উর্মী।
এর আগে গত ১২ জুন ছাত্র-শৃঙ্খলা কমিটির সভায় আত্মপক্ষ সমর্থন করে মৌখিক বক্তব্য দিতে ক্যাম্পাসে আসেন সাময়িক বহিষ্ককৃত ওই পাঁচ ছাত্রী। ওইদিন ইবি প্রশাসন কর্তৃক গঠিত কমিটির কাছে তারা তাদের বক্তব্য তুলে ধরেন। কারণ দর্শানো নোটিশের লিখিত জবাব দেওয়ার পরও কোন বক্তব্য থাকলে তা জানতে এই বক্তব্য গ্রহণ করে ইবি কর্তৃপক্ষ। সেখানে ভুক্তভোগী ফুলপরী খাতুনেরও সাক্ষাৎকার নেওয়া হয়। এসময় উপাচার্য, উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন. ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়া, রেজিস্ট্রার প্রক্টর ও ছাত্র উপদেষ্টা সহ ইবি প্রশাসনের সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে সানজিদা চৌধুরী অন্তরা বলেন,‘আমি আগে থেকে ধরেই নিয়েছিলাম বিশ্ববিদ্যালয় থেকে আমি ন্যায়বিচার পাবোনা। তবে ছাত্রত্ব বাতিলের বিষয়ে চিঠি হাতে পায় তারপর মন্তব্য করবো।
উল্লেখ্য, চলতি বছর ‘গত ১১ ও ১২ই ফ্রেব্রুয়ারী ইবি’র দেশরতœ শেখ হাসিনা হলে দুই দফায় নবীন ছাত্রী ফুলপরিকে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ উঠে ইবি শাখা ছাত্রলীগ সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তাবাচ্ছুম ইসলাম ও মোয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও ফাইন আর্টস বিভাগের হালিমা খাতুন উর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ইবি ক্যাম্পাসসহ দেশজুড়ে তোলপাড় শুরু হয়। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে ইবি প্রশাসন, হল প্রশাসন ও শাখা ছাত্রলীগ এবং হাইকোর্ট কর্তৃক পৃথক পৃথক ভাবে একাধিক তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত শেষে সব কমিটিই ঘটনার সত্যতা খুঁজে পান। তদন্ত প্রতিবেদনের আলোকে বিশ্ববিদ্যালয় হাইকোর্টের নির্দেশে অভিযুক্ত পাঁচ ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়। একই সাথে হল প্রশাসন হল থেকে, এবং সাংগঠনিক শৃংখলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগ দল থেকেও বহিষ্কার করেন। তবে এমন লঘু দন্ততে সন্তুুষ্ট নন নির্যাতিতা শিক্ষার্থী ফুল পরি। সে তাদের আজীবন বহিস্কার দাবী করে ফুলপরী আরও জানায়, এক বছর শাস্তি হওয়ায় সে আরও আতংকিত। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরিন জানান, বিশ্ববিদ্যালয়ের কোড অব কন্ডাক্ট অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। প্রক্টর প্রফেসর ড. শাহাদ হোসেন আজাদ জানান, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুস সালামের সভাপতিত্বে প্রক্টর, ছাত্র বিষয়ক উপদেষ্টাসহ সকলের উপস্থিতিতে শিক্ষার্থী ফুলপরী নির্যাতনের ঘটনায় ওই ৫ ছাত্রীকে এক বছরের জন্য বহিস্কার করা হয়েছে।
Leave a Reply