কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারতীয় সীমান্ত থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা। বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যার দিকে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদ পেয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবি সীমান্ত পিলার ১৫৭ থেকে আনুমানিক ১৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নীচপাড়া মাঠের এক পাশে অবস্থান নেয়। এ সময় সকাল ৭টার দিকে এক ব্যক্তি বাই সাইকেলযোগে নীচপাড়া মাঠ দিয়ে সীমান্তের দিকে যেতে দেখলে বিজিবির সশস্ত্র টহল দল তাকে চ্যালেঞ্জ করে। বিজিবি দেখে ওই ব্যক্তি সাইকেল ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যান। তাৎক্ষণিক বিজিবি সদস্যরা উপস্থিত জনসাধারণের সামনে বাইসাইকেলটি আটক ও তল্লাশি করে বাইসাইকেলের সিটের নিচে লোহার পাইপের ভেতরে কাপড়ে মোড়ানো ১২টি স্বর্ণের বার পায়। যার ওজন ১ কেজি ৩৯৮ গ্রাম। আটককৃত স্বর্ণ ও বাইসাইকেলের আনুমানিক সিজার মূল্য এক কোটি ১৯ লাখ ৮৩ হাজার ৫১৪ টাকা। নীতিমালা অনুযায়ামীগ কুষ্টিয়ার দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি করে জব্দকৃত স্বর্ণ কুষ্টিয়া জেলা ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুল হকের সার্বিক দিক-নির্দেশনা এবং উপ-অধিনায়ক মেজর মো. রকিবুল ইসলামের পরিকল্পনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে রামকৃষ্ণপুর বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
Leave a Reply