1. nannunews7@gmail.com : admin :
November 11, 2025, 2:22 am
শিরোনাম :
কুমারখালীতে চোর সন্দেহে বাড়ি থেকে তুলে এনে দুই কিশোরকে রাতভর নির্যাতন, টাকার বিনিময়ে ছাড় অধ্যাপক শহীদুল ইসলামকে বিএনপির প্রার্থী করার দাবিতে মহাসড়কে বিক্ষোভ, মানববন্ধন দৌলতপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধনে প্রাথমিক শিক্ষকেরা শেষবারের মতো হলেও অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা একমাত্র ছেলে সায়মুন আরাফাত স্বপ্নিল-এর জন্মদিনে বাবা-মায়ের আবেগঘন শুভেচ্ছা দৌলতপুরের বয়স্কভাতার টাকা যায় বগুড়ায়, মেম্বারের শ্বশুরবাড়ি! মাইকিং করে বিক্ষোভে ক্ষুব্ধ ভাতাভোগীরা একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্ণ করলো বাংলাদেশ আওয়ামী লীগকে প্রেস সচিবের হুঁশিয়ারি এটা ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়

কমিটি গঠন নিয়ে দ্বন্দের জেরে অপপ্রচার দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতির সংবাদ সম্মেলন

  • প্রকাশিত সময় Thursday, July 13, 2023
  • 188 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ দীর্ঘ একযুগ পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দের দলের ভিতরে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। সম্প্রতি নতুন এই কমিটি ঘোষণার তিনদিন পর কমিটির সভাপতি জহুরুল আলমের বিরুদ্ধে অপপ্রচারে মাঠে নেমেছে প্রতিপক্ষ গ্রুপ। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৩ জুলাই ) বেলা ১টায় কুষ্ঠিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন নতুন কমিটির সভাপতি জহুরুল আলম। তিনি বলেন, স্বেচ্ছাসেবকলীগের রাজনীতি করতে এসে হামলা-মামলার শিকার হতে হয়েছে। জেলহাজতে থাকতে হয়েছে বার বার। তিনি বলেন,দৌলতপুরের একটি সনামধন্য পরিবারে তার জন্ম। এলাকার শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা আমাদের বাবা ও দাদার দেওয়া। দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হয়েছে। সেখানে আমাকে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, আমাদের দেশে একই পরিবারের সদস্যদের বিভিন্ন রাজনৈতিক দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার নজির নতুন নয়। তার পরিবারের কোন সদস্য আওয়ামী রাজনীতির বাইরে অন্য কোন মতাদর্শে বিশ্বাসী হতে পারে। তিনি কোন অপকর্ম করলে তার দায় একান্তই তার। ‘এর দায় কি আমার? আপনাদের কাছে আমার এটা বিনীত জিজ্ঞাস্য।’ তিনি বলেন, ‘২০০৪ সালে আমি আওয়ামী রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার পর থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয়নি। আমি দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বের ওপর অবিচল আস্থা রেখে রাজনীতির ময়দানে কাজ করে চলেছি। এটা দৌলতপুরের আপামর জনসধারণ জানেন। আমার ধারণা আমার রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করতে একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।’ তার দাবি ওই চক্রটি অসত্য তথ্য দিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের বিভ্রান্ত করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নতুন এই কমিটির সাধারণ সম্পাদক রকিবুল করিম রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান আনিছ,  সাংগঠনিক সম্পাদক মোল্লা চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখসহ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সোমবার (১০ জুলাই) কুষ্টিয়া স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আক্তারুজ্জামান লাবু ও সাধারণ সম্পাদক সেলিম রেজার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640