কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে সেলোইঞ্জিন চালিত নসিমন গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো একজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর কালুমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত একজনের নাম শাহিন মিয়া (৪২)। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার ঝাঝাডাঙ্গা গ্রামের মো. সামছুল আলমের ছেলে। আরেকজনের নাম মো. ইকরামুল (২২)। তিনি দর্শনা থানার নাস্তিপুর গ্রামের মো. ছালামের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, তৃতীয় কোনো একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে এদুর্ঘটনাটি ঘটতে পারে। এতথ্য নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. বুখতিয়ার উদ্দিন। তিনি বলেন, মোটরসাইকেলর সাথে সেলোইঞ্জিন চালিত নসিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা শাহিন নামের একজন নিহত গেছেন। আরেকজন কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। পকেটে থাকা এনআইডি কার্ড থেকে পরিচয় মিলেছে। তাঁর ভাষ্য, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এদুর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সুব্রুত প্রকাশ’র মুঠোফোনে যোগাযোগ করা হলে জানান, তার কাছে কোন তথ্য নেই। ঘটনাস্থলে তার পুলিশ গেছেন। পরে বিস্তারিত জানাবেন। কুষ্টিয়া সদর হাসপাতালের মেডিকেল অফিসার তাপস কুমার পাল বলেন, হাসপাতালে আসার আগেই ইকরামুল নামের একজন মারা গেছেন।
Leave a Reply