ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারার পল্লীতে ৬ বছরের শিশু ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষক আলিফ হোসেন (৩৮) কে বুধবার বিকালে গ্রেফতার করেছে র্যাব। ভেড়ামারা থানায় ১টি মামলা দায়ের হয়েছে। মামলা নং ০১, তারিখ-০৪-০৭-২০২৩ খ্রীঃ।
এলাকাবাসী ও থানা সুত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর খাঁনপাড়া এলাকার ভ্যানচালক ছোটন আলী ও একই এলাকার ছামু ন্যাংড়ার ছেলে ধর্ষক আলিফ হোসেনের বাড়ি পাশাপাশি। ৬ বছরের শিশু ধর্ষক আলিফ হোসনের সেলুনের দোকানের সামনে খেলা করছিলো। এ সময় ধর্ষক আলিফ হোসেন ৬ বছরের শিশুকে চকলেট দেওয়ার নাম করে তার ঘরের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। শিশুটি তার পরিবারকে জানালে তাকে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । শিশুটির অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে শিশুটি কুষ্টিয়া সদর হাসপাতালের ৫ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। ধর্ষক আলিফ হোসন কে র্যাব গ্রেফতার করেছে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম জানান, ধর্ষনরে ঘটনায় থানায় ১টি মামলা দায়ের হয়েছে। আসামী আলিফ হোসেন কে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply