ঢাকা অফিস ।। গেল কয়েকদিন ধরেই কাঁচামরিচের দামে নাজেহাল হচ্ছিলেন ভোক্তা। রাজধানীতে সর্বোচ্চ ৬০০ টাকা কেজি বিক্রি হলেও দেশের বিভিন্ন স্থানে কাঁচামরিচের দাম হাজার টাকা ছাড়িয়েছিল। তবে ভারত থেকে আমদানির পর নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম এক লাফে কমে রাজধানীতে প্রতিকেজি ২৪০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে দাম কমার পর বাজার তদারকিতে নেমেছে সরকারের একাধিক সংস্থা। সংশ্লিষ্টরা বলছেন, দাম কমার পর মনিটরিং করায় ক্রেতার কোনো লাভ হচ্ছে না। যখন অসাধু ব্যবসায়ীরা ভোক্তার পকেট কেটেছিল তখনই তাদের মাঠে নামা দরকার ছিল।
রাজধানীর কাওরান বাজার, নয়াবাজার ও মালিবাগ কাঁচাবাজার ঘুরে সোমবার খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ দিন প্রতিকেজি কাঁচামরিচ বাজারভেদে ২৪০ থেকে সর্বোচ্চ ৩০০ টাকায় বিক্রি হয়েছে। যা একদিন আগেও ৪৫০-৪৮০ টাকায় বিক্রি হয়। ভারত থেকে আমদানির পরই পণ্যটির দাম অস্বাভাবিকভাবে কমছে।
নয়াবাজারের সবজি বিক্রেতা মো. নুরে আলম বলেন, পাইকারি বাজারে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে ১৫০-২৪০ টাকা। যা একদিন আগে ৩৫০-৪০০ টাকায় বিক্রি হয়েছে।
তিনি বলেন, একদিনের ব্যবধানে কী এমন হলো যে, দাম একেবারে আকাশ থেকে মাটিতে পড়ে গেল। সব পাইকার ও আড়তদারদের কারসাজি। বন্যায় কিছু মরিচ খেত নষ্ট হওয়া ও আমদানি বন্ধ থাকায় তারা কারসাজি করেছে। তারা অজুহাত দেখিয়ে দাম বাড়িয়েছে। আর যখন ভারত থেকে আমদানি হয়েছে, তখন দাম কমাতে শুরু করেছে। কিন্তু এতকিছুর পরও কারা দাম বাড়িয়েছে তাদের চিহ্নিত করা হয়নি; বরং মূল্য যখন সহনীয় হতে শুরু করেছে, তখন বাজারে তদারকি সংস্থা হাঁকডাক দিয়ে নেমেছে। আর আমাদের মতো খুচরা বিক্রেতাদের নাজেহাল করছে।
জানতে চাইলে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, দাম বাড়ার আগেই তদারকি করা উচিত। কেন দাম বাড়ল সেটা দেখা উচিত। আর যারা দাম বাড়িয়েছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা উচিত।
মরিচের দাম সহনীয় করতে সোমবার মাঠে নামে বাজার তদারকি সংস্থা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং টিম। রাজধানীসহ সারা দেশে অভিযান পরিচালনা করা হয়। রাজধানীতে কাওরান বাজার, সাদেক খান মার্কেট, টাউনহল ও কৃষি মার্কেট, মিরপুর শাহ আলী মার্কেট, শান্তিনগর ও মালিবাগ কাঁচাবাজারে অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন। কিন্তু অভিযানের আগেই কম দামে কাঁচামরিচ বিক্রি হয়েছে।
এদিন অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়, শুধু কাঁচামরিচ নয়, অন্যান্য পণ্যের দাম সহনীয় রাখতে বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। কাঁচামরিচের দাম অসহনীয়ভাবে বাড়ায় বিশেষভাবে তদারকি হয়েছে। তবে যে বা যারা দাম বাড়িয়েছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে।
ব্যুরোর পাঠানো খবর-
বরিশাল : বরিশালের পাইকারি বাজারে প্রায় ৬ হাজার কেজি ভারতীয় কাঁচামরিচ প্রবেশ করায় কেজিপ্রতি দাম ৩০০ টাকা কমেছে। পাইকারিতে সোমবার এক কেজি ৩৫০ টাকায় বিক্রি হয়েছে। আর খুচরা বাজারে বিক্রি হয়েছে ৪৫০ টাকায়। এর আগে রোববার খুচরা বাজারে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হয়।
সবজি বিক্রেতা আবদুর রহমান জানান, ভারতীয় কাঁচামরিচ ৩৫০ টাকা কেজি দরে কিনে ৪৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। বহুমুখী সিটি পাইকারি সবজিবাজারের আড়তদার পিন্টু বিশ্বাস জানান, দেশি কাঁচামরিচ কম আসায় গত কয়েকদিন পাইকারি বাজারে ৬০০ থেকে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ফলে খুচরা বাজারে তা ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হয়।
রাজশাহী : জেলার খুচরা বাজারে কাঁচামরিচের দাম ২৫০ টাকা কমেছে। একদিনের ব্যবধানে দাম ৬৫০ থেকে ৪০০ টাকায় নেমেছে। সাহেববাজারের খুচরা বিক্রেতা আব্দুল লতিফ বলেন, রোববার ৫৫০ টাকা কেজি দরে কাঁচামরিচ কিনে ৬০০ টাকা দরে বিক্রি করেছি। তবে সোমবার ৩৫০ টাকা কেজি দরে কিনে ৪০০ টাকা দরে বিক্রি করেছি।
কাঁচাবাজার ঘুরে দেখা যায়, দোকানিরা খুব অল্প পরিমাণ মরিচ তুলেছেন। মরিচের বেচাবিক্রিও কম। সাহেববাজারের কাঁচামাল বিক্রেতা শফিকুল ইসলাম জানান, মরিচের দামের ঠিক নেই। হুটহাট করে বাড়ছে, আবার কমছে। তাই দু-চার কেজির বেশি মরিচ আনি না।
রাজশাহী আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শামসুল ওয়াদুদ জানান, এবার তীব্র তাপদাহ ও পোকার আক্রমণে মরিচ নষ্ট হয়েছে। এ কারণে মরিচের উৎপাদন কম। তবে এতটা উৎপাদন কম নয় যে, হুট করে দাম বেড়ে যাবে। এটা সিন্ডিকেটের কাজ।
যশোর : রোববার রাত থেকে যশোরের বাজারে ভারতীয় মরিচ প্রবেশ করায় দাম কেজিপ্রতি ৩৫০ টাকা কমেছে। বড় বাজারের মরিচ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, বাজারে এখন প্রতিকেজি কাঁচামরিচ ২০০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। ভারতের মরিচ আসায় কেজিতে ৩৫০ টাকা কমেছে।
বড় বাজারের নিতাই গৌরি ভান্ডারের বাগান চন্দ্র সাহা বলেন, মরিচের দাম আরও কমে আসতে পারে। বেনাপোল স্থলবন্দর দিয়ে ৫৬ টাকা কেজি দরে ভারত থেকে ৪০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি করা হয়েছে। চারটি ট্রাকে এ কাঁচামরিচ আমদানি করা হয়। আমদানি আরও বাড়তে পারে বলে স্থলবন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন।
Leave a Reply