ওলি ইসলাম ॥ গতকাল সোমবার বিকেলে ভেড়ামারায় পদ্মা নদীর কবলে ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল- আলম হানিফ এমপি। তিনি বলেন আসন্ন পবিত্র ঈদুল আযহার পরপরই নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা কার্যক্রম শুরু হবে। পদ্মা নদীর ভাঙ্গন পরিদর্শন শেষে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয। ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু’র সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল প্রমূখ।
Leave a Reply