কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া খোকসা উপজেলায় রহস্যজনক ভাবে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাত ১১টার দিকে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
খোকসা থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ জানান, খোকসা কালীতলা ইটভাটার নিচে গড়াই নদীর পাড় থেকে এক ভ্যানচালক (৩৫)’র মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তবে কেন কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা বলা যাচ্ছে না। তার পরিচয়ও জানা যায়নি। তদন্ত করে পরে জানানো হবে বলে তিনি জানান। ধারণা করা হচ্ছে, নদীর পাড় দিয়ে একটি সড়ক গেছে। ওই সড়ক দিয়ে ভ্যানচালক তার ভ্যানটি নিয়ে কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে কে কাবা কারা তাকে ধরে খুন করে ভ্যানটি নিয়ে চম্পট দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুুতি চলছিল। এ নিয়ে চলতি মাসে কুষ্টিয়ায় ৮টি খুনের ঘটনা ঘটলো।
Leave a Reply