কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া -০৪ আসনের সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফের ব্যবহৃত টয়োটা প্রাডো গাড়িতে হামলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাতের কোনো এক ভাগে কুমারখালী উপজেলার বাঁশগ্রামে সাংসদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে। সাংসদের ভাষ্য, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষরা ষড়যন্ত্র করে একাজ করেছেন। তাঁর গাড়িতে কোনো গোপন ডিভাইস বা বিস্ফোরণ দ্রব্য রাখতে পারে শত্রুরা। গাড়িটি পরীক্ষা করাবেন তিনি। অপরদিকে হামলার এ ঘটনা স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নেতাকর্মীরা।
জানা গেছে, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ সংসদ নির্বাচিত হন। তাঁর নির্বাচনী এলাকা কুষ্টিয়া -০৪ আসনের (কুমারখালী ও খোকসা উপজেলা)। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনেও হেবিওয়েট প্রার্থী হিসেবে তিনি আওয়ামী লীগ হতে মনোয়ন প্রত্যাশী। এ বিষয়ে সাবেক এই সাংসদের ভাই আলতাফ মাহমুদ বলেন, তাঁর ভাই খুব জনপ্রিয় নেতা। সংসদ সদস্য হিসেবে তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। আসন্ন নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী। তাঁর ভাষ্য, প্রতিপক্ষরা ষড়যন্ত্র করে গ্যারেজের তালা খুলে ও গাড়ির ছাদ কেটে ভিতরে ঢুকেছে। গাড়ির ভিতরে কোনো গোপন ডিভাইস বা ক্ষতিকর কিছু রাখতে পারে। জানতে চাইলে সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, তাঁর টয়োটা প্রাডো ( ঢাকা মেট্রো – ১৭ – ২৫৯২) গাড়ির তালা খুলতে না পেরে গাড়ির ছাদের অটো সিস্টেমে আটকানো ঢাকনা ভেঙে ভিতরে ঢুকেছিল দুর্বৃত্তরা। তবে কোনো মালামাল তাঁর ভাষ্য, নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষরা শত্রুতা করে কোথাও কোন ডিভাইস অথবা বিস্ফোরক জাতীয় দ্রব্য রেখে যেতে পারে। তিনি থানায় জিডি করবেন এবং গাড়ীটা পরীক্ষার জন্য ঢাকাতে পাঠিয়েছেন।
কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন তিনি।
Leave a Reply