খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় ধারাবাহিক ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতার ও আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখার দাবিতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে খোকসা পৌরভবন চত্বরে শান্তি সমারেশটি অনুষ্ঠিত হয়। এ সমাবেশের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগের একাংশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান। অন্যাদের মধ্যে আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক বাপ্পি বিশ্বাস রাজু, ছাত্রলীগ সভাপতি শিমুল খান প্রমুখ। এ শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র তারিকুল ইসলাম। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের সহকারী রেজিস্ট্রার মোঃ মোক্তার হোসেনের মা সালেহা খাতুনের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। পৃথক-পৃথক শোক-বার্তায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া শোক জানিয়েছেন। তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম. আলী হাসান এবং পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন শোক ও সমবেদনা জানিয়েছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের সহকারী রেজিস্ট্রার মোঃ মোক্তার হোসেনের মা সালেহা খাতুন গতকাল (২০ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
Leave a Reply