খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী থেকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের খানপুরে অজ্ঞাত (৪০) ভাসমান গলিত লাশ উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ।
মঙ্গলবার বেলা তিনটার সময় নদীর পাড়ে ঘাস কাটতে যেয়ে রেজাউল নামে এক ব্যক্তি ভাসমান অর্ধ গলিত লাশের সন্ধান পায়। স্থানীয় এলাকাবাসীর মাঝে বিষয়টি জানালে খোকসা থানা পুলিশকে সংবাদ দেওয়া হয়। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা হাবিবুল্লাহ বিকাল চারটার সময় ঘটনাস্থলে আসেন অজ্ঞাত অর্ধ গলিত লাশটি উদ্ধার করেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, ঘটনাটি ভরা নদীর বাকে হওয়ায় বিষয়টি তদারকি করবে নৌ-পুলিশ। ইতিমধ্যে নৌ পুলিশকে বিষয়টি জানানো হয়েছে নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ মামলার বিষয়টি তদারকি করবেন নৌ পুলিশের কর্মকর্তারা বলে তিনি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
Leave a Reply