কুমারখালী প্রতিনিধি ॥ দাতা সংস্থা ইউনিসেফ ও সুইস ডেভেলপমেন্ট কো-অপারেশনের আর্থিক সহায়তায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডিই বাংলাদেশ স্যানমার্কস-২ প্রকল্পের উদ্যোগে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো সাইদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুমারখালীর উপ সহকারি প্রকৌশলী মো. আলামিন মিয়া।
সভায় উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান, এনজিও প্রতিনিধিদের মধ্যে ব্র্যাক ও জাগরনী চক্র ফাউন্ডেশনের প্রতিনিধি ও প্রাইভেট সেক্টরের মধ্যে আরএফএল ও সেভেন রিং সিমেন্ট কোম্পানীর প্রতিনিধি এবং স্যানমার্কস -২ প্রকল্প কর্তৃক প্রশিক্ষিত ল্যা্রনি প্রডিউসার উপস্থিত ছিলেন। অবহিতকরণ সভার লক্ষ্য উপজেলা পরিষদ উপজেলা প্রশাসন সরকারি বেসরকারি সংস্থা এবং প্রাইভেট সেক্টরের সমন্বয়ের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে নিরাপদ ও উন্নত স্যানিটেশন প্রাপ্তি ও সেবা নিশ্চিত করা।
আর এই কার্যক্রমের মুল কারিগর হলেন স্থানীয় রিং- স্লাব প্রস্তুুতকৃত তথা স্যানিটেশন পন্য উৎপাদনকারী। স্যানমার্কস-২ প্রকল্প এই রিং-স্লাব প্রস্তুুতকারক দক্ষতা উন্নয়নের মাধ্যমে তণমুল পর্যায়ে গুণগত মানসম্পন্ন স্যানিটেশন সামগ্রী পৌঁছে দেওয়ার নিমিত্তে কাজ করে যাচ্ছে। সভায় উন্নত স্যানিটেশনের ৫টি প্রযুক্তি উপস্থাপন করা হয়। যা পরিবেশ বান্ধব, স্বাস্থ্য- সম্মত ও মুল্য সাশ্রয়ী। যা নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। সভায় উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে প্রকল্প কর্তৃক নিরাপদ ও স্বাস্থ্য সম্মত স্যানিটেশন কাভারেজের মাধ্যমে বাংলাদেশ সরকারের এসডিজি’র লক্ষ্যমাত্রা পূরণে স্থানীয় সরকার এবং জিও- এনজিও সমন্বয়ে কাজ করার মাধ্যমে উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করণে সমন্বিত ভাবে কাজ করার আহবান জানান।
Leave a Reply