খোকসা প্রতিনিধি।। কুষ্টিয়ার খোকসায় সংখ্যালঘুদের বাড়িতে দুর্র্ধষ ডাকাতি হয়েছে বলে জানা গেছে। এবারে থানা থেকে ৩শ গজের মধ্যে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। স্বর্ণালঙ্কারসহ ২০ লক্ষাধীক টাকার মালামল নিয়ে গেছে ডাকাতরা। ভুক্তভোগীদের পরিবারে বলছে, পুলিশ এসেছে ডাকাতরা চলে যাওয়ার পর। জাতীয় নিরাপত্তা নম্বরে কল করে মেলেনি সারা। তিন মাসে এ থানা এলাকায় কমপক্ষে ৭টির বেশী ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির ভয়ে সন্ত্রস্ত জীবন যাপন করছে সব শ্রেণি পেশার মানুষ। ভুুক্তভোগির পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দিনগাত রাত শোয়া দুইটার দিকে উপজেলা সদরের থানা কমপ্লেক্সে থেকে ৩শ গজ পশ্চিমে কালিবাড়ি পাড়ায় অশোক ও সুভাষ পাল সহদরের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। কালো কাপড়ে মুখ বাঁধা ১০/১২ জনের স্বশস্ত্র ডাকাত বাড়ির দরজা গুলো ভেঙ্গে কক্ষে কক্ষে ঢোকে। দুই পরিবারের প্রায় ১০ জনকে অস্ত্রেরের মুখে জিম্মি করে বিভিন্ন ঘরের লোহার আলমারী ও সিন্দুক তছনছ করে। গৃহবধুদের প্রায় ১৪ ভরি সোনার গহনা, নগদ টাকা, ল্যাবটপ, মোবাইল ফোন, ব্যবসায়ীক পন্য দামী ব্যন্ডের সিগারেটসহ প্রায় ২০ লক্ষাধীক টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। পুলিশ ও জনপ্রতিনিধিরা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। ক্যন্সার রোগী অশোক পাল স্থানীয় বাজার প্রতিষ্ঠিত ব্যবসায়ী। পাল ষ্টোরের মালিক। গত সপ্তাহে উপজেলা নির্বাহী কর্মকর্তার ড্রাইভার বাদশার থানা সদরের রাজিনাথ পুরের বাড়িতে দিনের বেলায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা এসেছিল বোরকা পড়ে। এ সপ্তাহে হেলালপুরের দিন মুজুর আমদ আলীর বাড়িতে স্বশস্ত্র ডাকাতি ঘটনা ঘটে। এ ছাড়া পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের এক প্রবাসীর বাড়ি, জানিপুর ইউনিয়নের বসোয়া, শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া হিন্দু পাড়ায় কমপক্ষে ৭টি ডাকাতির ঘটনা ঘটেছে। একটি ঘটনার সাথে জড়িতদের পুলিশ গ্রেফতার সনাক্ত করতে পারেনি। এসব ঘটনার পর থানার সর্বত্রই ডাকাত আতঙ্ক বিরাজ করছে।
ব্যবসায়ীর মেয়ে কলেজ ছাত্রী অপিতা পাল জানান, ডাকতদের উপস্থিতি টের পেয়ে সে জাতীয় নিরাপত্তা নম্বর ৯৯৯ কল করেন। প্রায় ৫ মিনিট ধরে ফোনটি ব্যস্ত পাওয়া যায়। ইতোমধ্যে ডাকাতরা তার ঘরে ঢুকে তার ব্যবহারের মোবাইল ফোনটিও ছিনিয়ে নেয়। গৃহকর্তার স্ত্রী ঝর্ণা পাল জানান, ডাকাতরা তাদের সবাইকে এক ঘরে আটকে বাঁধার উদ্যোগ নেয়। তার স্বামী ক্যান্সার পেসেন্ট জানালে দয়ালু ডাকাত সরদার তাদের বাঁধতে বারুন করে। ভোরের আলো ফোটার পর প্রতিবেশীরা রাস্তা থেকে কিছু সিগারেট ও একটি মোবাইল ফোন খুজে দিয়ে গেছেন। অশোক পাল জানান, ডাকাতরা সীমানা প্রাচীর পটকে বাড়ির মধ্যে ঢোকে। ফাট বাড়ির কসিপল গেটের একাধিক তালা ভেঙ্গে প্রথমে তার ছেলে ঘরে ঢুকে। প্রথমে তাকে জিম্মি করে। তারা পর্যায় ক্রমে বাড়ির ৫টি রুমের দরজা ভেঙ্গে ঘুমন্ত সবাইকে খাবার জায়গাতে এনে জিম্মি করে। ডাকাত দলের সদস্যদের মুখ কালোকাপড়ে বাঁধা ছিল। ঘরের মধ্যে ১০/১২ জনের ঢুকেছিল। তাদের প্রত্যেকের হাতে বন্দুক ও ধারালো অস্ত্র ছিল। কথা বলার চেষ্টা করলে গুলি করে হত্যার হুমকী দেয়া হয়। কালীবাড়ি পাড়ার সুদেব সাহা জানান, ডাকাতরা চলে যাওয়ার পর তার বিষটি জানতে পারে। তখন থানায় ফোন দেওয়া হয়। যখন পুলিশ আসে তখন ভোরের আজান হয়ে গেছে। থানা সদরে ডাকাতির ঘটনায় সে নিজেসহ অন্যরা আতঙ্কে আছেন। খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বলেন ঘটনাটি সত্য। এখনো পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে পুলিশের তৎপরতা রয়েছে। জড়িতদের অবশ্যই দ্রুত গ্রেফতার করার চেষ্টা চলছে।
Leave a Reply