মনোজিত মন্ডল,খোকসা প্রতিনিধি ॥
খোকসায় মোবাইল কোর্টের ৫ ব্যবসায়ীকে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় অস্বাস্থ্যকর পরিবেশে নোংরা খাদ্য পরিবেশন সহ বিভিন্ন কারণে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ ব্যবসায়ীকে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে।
বুধবার বিকেলে উপজেলা বাস স্ট্যান্ড পৌরবাজার বাজারে ৩ হোটেল ব্যবসায়ী ও ২ ঔষধ ব্যবসায়ীদের মাঝে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম এর অভিযোগের প্রেক্ষিতে ঔষধ ব্যবসায় রেজাউল ফার্মেসি ও জাহাঙ্গীর করিম এর ঔষধের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রয় করার অপরাধে উভয়কে ওষুধ সংরক্ষণ ২০১০ এর ( ৬) ধারায় ২ হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও খোকসা থানার এসআই মেহেদী হাসানের অভিযোগের প্রেক্ষিতে খোকসা বাসস্ট্যান্ডে রঞ্জন হোটেল এন্ড দধি ভান্ডার -১ ও -২ তে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন ও বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার আইন দন্ডবিধি ২০০৯ এর ৪১,৪২,৪৩,৫১,৫২,৫৩ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই অপরাধে বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস বলেন জনস্বার্থে এসকল অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply