স্পোর্টস ডেস্ক ।। বুধবার মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। তার আগে মঙ্গলবার আফগান প্রধান কোচ জনাথন ট্রট বলেন, বাংলাদেশের মাঠে টেস্ট খেলা যেকোনো দলের জন্যই চ্যালেঞ্জিং।
আফগান কোচ বলেন, বাংলাদেশ সম্প্রতি টেস্ট ক্রিকেটে বেশ ভালো খেলেছে। বাংলাদেশের মাঠে খেলা যে কোনো ক্রিকেট দলের জন্য চ্যালেঞ্জ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি, এটা খেলোয়াড়দের ওপর নির্ভর করবে, তারা কিভাবে স্বাভাবিক খেলাটা খেলতে পারে। একজন কোচিং স্টাফ হিসেবে এবং একজন প্রধান কোচ হিসেবে খেলোয়াড়দের ব্যাপারেও বাস্তববাদী হতে হবে এবং যে ধরনের অভিপ্রায় রাখতে চান এবং যে ধরনের ক্রিকেট স্টাইল চান, সেই ব্যাপারেও আপনাকে বাস্তববাদী হতে হবে। খেলা অনেকটাই নির্ভর করে খেলোয়াড়দের ওপর।জনাথন ট্রট আরও বলেন, এটি সবই নির্ভর করে আপনার হাতে থাকা খেলোয়াড়দের ওপর বা দলের ওপর। তাই আপনাকে সঠিক ভারসাম্য খুঁজে বের করতে হবে। আপনার জন্য কী উপযুক্ত এবং আগামীকাল আমরা তা দেখতে পাব। আমি আরও মনে করি আপনি যত বেশি টেস্ট ক্রিকেট খেলবেন, তত বেশি আপনি পারবেন, তত বেশি বুঝতে পারবেন আপনার খেলার সেরা উপায় কী।
Leave a Reply