খোকসা প্রতিনিধি। কুষ্টিয়ার খোকসা উপজেলা মাধ্যমিক পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া প্রজ্ঞাপন অমান্য করে পরীক্ষা স্থগিত করেছে উপজেলার দুই শিক্ষাপ্রতিষ্ঠান। এ সংবাদের পরিপেক্ষিতে সরজমিনে গিয়ে দেখা যায় মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয় ও ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠান দুইটির গেটে তালা ঝুলছে। এ বিষয়ে স্থানীয় দের সাথে কথা বলে জানা যায় বিদ্যালয়টিতে কোন পরীক্ষা গ্রহণ হয়নি। তবে দেখা যায় উপজেলার অন্যান্য বিদ্যালয়ের গুলোতে পরীক্ষা সঠিক সময়ে নেয়া হয়েছে। অন্যান্য বিদ্যালয় তথ্যসূত্রে জানা যায় ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণি পরীক্ষা হয়েছে। এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের প্রধান কে মুঠোফোনে কথা হলে ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ষষ্ঠ সপ্তম শ্রেণীর পরীক্ষা রুটিন রয়েছে। তবে আমার বিশেষ কারণে আত্মীয় বাড়িতে আছি। এ বিষয়ে পরে আপনার সাথে কথা হবে। মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আলী মোল্লা বলেন, প্রথমে তিনি বলেন আমরা সকালে মৌখিক পরীক্ষা নিয়েছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি তোপের মুখে বলেন কখন কয়টার সময় পরীক্ষা হয়েছে তা তিনি বলতে পারেন না। পরীক্ষার কোন ডকুমেন্ট চাইলে তখন বলেন আপনি কালকে আমার বিদ্যালয়ে আসেন আমি আপনাকে বিস্তারিত বলব। তিনি আরো বলেন মোবাইল ফোনে সব কিছু বলা যায় না। আমি মোবাইলে কথা বলতে পারবো না। আপনি রবিবারে আমার বিদ্যালয়ে আসেন আপনাকে আমি বিস্তারিত বলবো। তবে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ওই দুই শিক্ষা প্রতিষ্ঠানে কোন পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হকের মুঠো ফোনে কথা হলে তিনি বলেন শনিবারের পরীক্ষা আছে কিনা না তিনি প্রথমত জানেন না। পরে বলেন প্রজ্ঞাপন অনুযায়ী যদি পরীক্ষা নেওয়ার কথা থেকে থাকে, তবে যে প্রতিষ্ঠান গুলো পরীক্ষা নেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply