মনোজিত মন্ডল, খোকসা প্রতিনিধি।। কুষ্টিয়ার খোকসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ দলের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে অনুষ্ঠিত হয। উক্ত খেলায় খোকসা পৌরসভা একাদশ ও আমবাড়িয়া ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করেন । নির্ধারিত সময়ের মধ্যে খোকসা পৌরসভা একাদশ ১- ০ গোলে জয়লাভ করে। নির্দ্ধারিত সময়ে পৌরসভা একাদশের পক্ষে একমাত্র গোলটি করেন আকাশ। খেলাটি পরিচালনা করেন চঞ্চল কুমার কর্মকার।
উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন কুষ্টিয়া ৪ খোকসা কুমারখালী আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার বিশ্বাস।
Leave a Reply