মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হাবিবা (৯) নামের একজন নিহত হয়েছে। সে উপজেলার আমলা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের চা বিক্রেতা হাসান আলীর মেয়ে। শুক্রবার (৯ জুন) সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নওদাপাড়া ব্রীজের নিকট এঘটনা ঘটে। সংবাদ পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওইদিন সকালে হাসান আলী তার মেয়েকে মোটরসাইকেলে নিয়ে নিমতলার দিকে যাচ্ছিলেন এ সময়ে বিপরীতমুখী নছিমনের ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী হাবিবা রাস্তার উপর পড়ে যায়। পিছনে থাকা পাথর বোঝাই ট্রাকের চাপায় সে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় ঘাতক ট্রাক আটক করা হয়েছে।
Leave a Reply