খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় ৭নং গোপগ্রাম ইউনিয়নের আমলাবাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নিয়োগের অনিয়মের বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সকল জল্পনা কল্পনার মধ্য দিয়ে চলতি বছরে গত ৬ জুন তারিখে আমলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নিয়োগ গোপনে কুষ্টিয়া সরকারি মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। গোপনে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা এলাকায় জানাজানি হলে এ নিয়ে এলাকার জনসাধারণের মধ্যে ক্ষোব সৃষ্টি হয়। এলাকার জনসাধারণ শিক্ষক নিয়োগের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার সকালে আমলাবাড়ী বাজার পাকা রাস্তার উপর মানববন্ধন করেন। মানববন্ধনে উপস্থিত জনতা বলেন, আমরা এ নিয়োগ মানি না মানবো না। গোপনে ছলচাতুরি করে অবৈধ কমিটির অবৈধ নিয়োগ আমরা মানতে রাজি নয়। নারায়ণ চক্রবর্তীকে সহকারি প্রধান শিক্ষক নিয়োগ দিলে ওই স্কুলের শিক্ষার মান থাকবে না। শিক্ষার মান ফিরিয়ে আনতে সঠিক পদ্ধতিতে পুনরায় সহকারী প্রধান শিক্ষক আমলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ দিতে হবে।এই শিক্ষক নিয়োগে যারা অনিয়ম করেছে সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষামন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। চারিদিকে গুঞ্জন উঠেছে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নারায়ন চক্রবর্তীকে বানানো হবে। নারায়ন চক্রবর্তী একজন সুদ খোর। একাধিক মামলার শিকার। তার বিরুদ্ধে বিভিন্ন পত্র পত্রিকায় টিভি চ্যানেলনে অপরাধমূলক নিউজ হয়েছে। তাই কোন অবস্থাতেই এই শিক্ষককে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেয়া যাবে না। আমরা সুষ্ঠু সুন্দর ও মনোরম পরিবেশে আমলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হোক। মেধাবিকাশের মাধ্যমে আমলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আসুক।
এ বিষয়ে গোপগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোতালেব হোসেন বলেন, আমলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়টি বিভিন্ন সমস্যায় জর্জরিত। বিদ্যালয়ের কিছু স্বার্থ নেশি শিক্ষকের জন্যই বিদ্যালয়ের উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন সমস্যা রয়েছে। আমার জানামতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক সদস্য শিক্ষক নিয়োগ পরীক্ষার বিষয়ে আদালতে মামলা করেছেন । তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন নিয়োগ পরীক্ষা নিয়ে এলাকার জনসাধারণ ক্ষুব্দ হয়েছে। মনে হয় ক্ষুব্দ হয়েই মানববন্ধন করেছে। মানববন্ধন হয়েছে কিনা সে সম্পর্কে তিনি সঠিক বলতে পারেন নাই। তবে বিদ্যালয়কে কেন্দ্র করে আমার ইউনিয়নে কোন বিশৃঙ্খলা সৃষ্টি ও আইন-শৃঙ্খলা অবনতি না হয় সেদিকে আমি খোকসা উপজেলার উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা , ও খোকসা থানার অফিসার ইনচার্জ সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি। সুষ্ঠু সমাধানের মাধ্যমে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য সবাইকে অনুরোধ জানান ।
Leave a Reply