খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়া খোকসা উপজেলায় ৭ নং গোপগ্রাম ইউনিয়নের আমলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সহকারি প্রধান শিক্ষক নিয়োগের ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে আদালত থেকে ১- ৬ -২০২৩ তারিখে অস্থায়ী নিষেধাজ্ঞা নোটিশ প্রদান করেন। আদালতের মামলা নং-৬১/২০২৩।নিয়োগ পরীক্ষায় মোট ২২ জন প্রার্থী আবেদন ফরম জমা দিয়েছে । যাচাই-বাছাই করে ৬ জন প্রার্থীর আবেদন ভুল থাকায় বাতিল বলে গণ্য করা হয়েছে এবং ১৬ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে আমলাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান। ম্যানেজিং কমিটির কিছু কুচক্রী মহল সুকৌশলে ২-৬-২৩ তারিখে কুষ্টিয়া সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা নেওয়ার জন্য সকল প্রার্থীকে সকাল ৯ঃ০০ টার সময় ডেকে নিয়ে যায় এবং গোপনীয় ভাবে পরীক্ষা নেওয়ার চেষ্টা চালাই।ওই সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পরীক্ষা স্থগিত করে দেয় আমলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর হোসেন। ওই সময় আলমগীর হোসেন বলেন বিশেষ কারণবশত থাকায় পরীক্ষা স্থগিত করা হলো। পরবর্তীতে সমস্যার সমাধান করে আমলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা আমলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। অথচ গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আমলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা চলতি বছরে গত ৬ই জুন কুষ্টিয়া সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে।
এ সংবাদের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে পৌঁছালে কোন শিক্ষার্থীকে পাওয়া যায়নি। কিন্তু ঘটনা স্থলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর হোসেনকে পাওয়া গেলেও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। পরবর্তীতে ওই স্কুলের একটি কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক সহ কয়েকজন মিলে খাতা নিয়ে বসে ছিলেন। এ বিষয়ে আমলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান এর মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকল পরীক্ষার্থীকে মোবাইল ফোনে পরীক্ষার কথা জানিয়ে দেওয়া হয়েছে। শিক্ষক নিয়োগ পরীক্ষায় চারজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা হলেন খোকসা সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মিজান ও সহকারি শিক্ষক অমর।খোকসা আমলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ৩০ মিনিটের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ও সার্টিফিকেট ও ভাইবা ২০ নম্বরে হয়েছে। সর্বমোট ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা নিয়োগ বোর্ডে সাতজন উপস্থিত ছিলেন। তিনি বলেন কুষ্টিয়া জেলা স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনি বলেন চারজন অংশগ্রহণ করেছে বাকি ১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেনি । অথচ নিয়োগ বোর্ডের সকল কর্মকর্তাকে পাওয়া গিয়েছে কুষ্টিয়া সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। পরীক্ষার বিষয়ে সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমর এর মুঠো ফোনে কথা হলে তিনি বলেন আমি পরীক্ষায় অংশগ্রহণ করেনি। গোপন সূত্রের ভিত্তিতে জানা যায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক নারায়ণ চক্রবর্তীর কে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দিবে বলে গুঞ্জন উঠেছে। এখন বৈধ পরীক্ষা অনুষ্ঠিত হলো না অবৈধ ভাবে অনুষ্ঠিত হলো না নারায়ণ চক্রবর্তীকেই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিবে এ নিয়ে গুঞ্জন রয়েছে।
Leave a Reply