কাগজ প্রতিবেদক ॥ সবাই মিলে করি পন ,বন্ধ হবে প্লাষ্টিক দূষণ“ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস-২০২৩। বাংলাদেশ জীব বৈচিত্র সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দেশীয় পাখির নিরাপদ কৃত্রিম আবাসস্থল স্থাপন করা হয়। গতকাল সোমবার বিকাল ৪ টায় কুষ্টিয়া পৌরসভা চত্বরের গাছে গাছে এই দেশীয় পাখির নিরাপদ কৃত্রিম আবাসস্থল স্থাপন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ এর সহসভাপতি ও মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন মিলন, বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ এর সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এস আই সোহেল, মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক নাব্বির আল নাফিজ, মীর কুশল, স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সভাপতি রক্ত যোদ্ধা সাদিক হাসান রহিদ, আনাস ইউসুফ খান, মো: শহিদুল্লাহ, জিদান হাসান খান, বিদ্যুৎ হোসেন, সহ আরও অনেকে। এসময় মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন মিলন বলেন, পাখিদের মুক্তভাবে বাঁচার জন্য পুকুর ভরাট, গাছ নিধন, শিকার বন্ধ করার ওপর জোর দিয়েছেন প্রাণী বিশেষজ্ঞরা।পাখিদের মুক্তভাবে বাঁচার জন্য পুকুর ভরাট, গাছ নিধন, শিকার বন্ধ করার ওপর জোর দিয়েছেন প্রাণী বিশেষজ্ঞরা।আমাদের দেশে বড় বড় গাছের সংখ্যা কোমতি হওয়াতে পাখিরা বাসা বাঁধার স্থান পাচ্ছে না, এ সময় পাখিদের বাসা বাচ্চা দেওয়ার সময় কিন্তু বড় বড় গাছ না থাকাতে ওরা দিশেহারা তাইতো প্রকৃতির সন্তানদেরকে বাঁচাতে রক্ষা করতে আমাদের পাখির বাসা বাঁধা শুরু হয়েছে, আমরা সৃষ্টিকর্তার পরিবারদের কে রক্ষা করব। এ বছর প্রথম পর্যায়ে ১৪৫টি বাঁশেরহাঁড়ি গাছে লাগানো হয়েছে। মাসব্যাপী জেলা জুড়ে আরো ৫০০টি হাঁড়ি গাছে গাছে স্থাপন করা হবে। আমরা পুরো কুষ্টিয়া জেলা জুড়ে পাখির নিরাপদ অভয় আশ্রয় গড়তে চাই। বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ এর সাধারণ সম্পাদক এস আই সোহেল বলেন, প্লাস্টিক আমাদের পরিবেশ মারত্মক ভাবে দূষণ করছে । বাংলাদেশে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে না পারল সামনে সামনে কঠিন বিপদ অপেক্ষা করছে। মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাব্বির আল নাফিজ বলেন,বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশের তালিকায় ভারত ও চীনের পরে বাংলাদেশের অবস্থান। বায়ুদূষণের কারণে বিশ্বে প্রতি বছর ৫৫ লাখের বেশি মানুষ মারা যায়। একটি দেশের আয়তনের শতকরা ৩০ ভাগ বনাঞ্চল থাকা প্রয়োজন। উদ্বেগের বিষয় হল, আমাদের দেশের বনাঞ্চলের পরিমাণ শতকরা ৭ ভাগ, যা ধীরে ধীরে কমছে। পরিবেশ দূষণের হাত থেকে বাঁচতে হলে আমাদের সচেতন হতে হবে। শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে হবে। বনায়নের পরিমাণ বাড়াতে হবে। নির্বিচারে গাছ কাটা বন্ধ করতে হবে।
Leave a Reply