দেশ সেরা প্রতিষ্ঠান হবে কুষ্টিয়া সরকারী কলেজ অধ্যক্ষের ঘোষণা
কাগজ প্রতিবেদক ॥ নেতৃত্ব শুন্যতায় বিদ্যমান দীর্ঘ দিনের জীর্নতা কাটিয়ে দেশ সেরা প্রতিষ্ঠানের রূপলাভ করবে কুষ্টিয়া সরকারী কলেজ এমন ঘোষণা ও প্রত্যয় ব্যক্ত করে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধা সাড়ে ৭টায় কলেজের শিক্ষক মিলনায়তনে উপাধ্যাক্ষ মো: আফছার হোসেনের সভাপতিত্বে সদ্য যোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়কে ফুলেল সংবর্ধনাসহ শিক্ষকদের সাথে এই মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের সম্পাদক লাল মোহাম্মদ, পদার্থ বিদ্যা বিভাগের প্রধান প্রফেসর আব্দুস সাত্তার, উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রধান প্রফেসর আহসান কবীররানা সহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগণ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক খালেদুজ্জামান। এ সময় শিক্ষক নেতা সহযোগী অধ্যাপক লাল মোহাম্মদ কলেজের বিদ্যমান নানাবিধ সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন। শেষে সদ্য যোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায় সকল চ্যালেঞ্জকে মোকাবিলা করে আগামীদিনে কুষ্টিয়া সরকারী কলেজকে দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সকল সহকর্মীদের কাধে কাধ মিলিয়ে কর্মসংগ্রামের সহযোদ্ধা হয়ে উঠার উদাত্ত আহ্বান করেন।
Leave a Reply