খোকসায় শিক্ষক নিয়োগে তোলপাড়, আদালতের নিষেধাজ্ঞা
খোকসা প্রতিনিধি।। আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগে মরিয়া হয়ে উঠেছে ম্যানেজিং কমিটির একটি কুচক্রী মহল। অবৈধভাবে শিক্ষক নিয়োগ বাণিজ্যের কথা ছড়িয়ে পড়লে এলাকায় এ নিয়ে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়।
জানা গেছে. কুষ্টিয়ার খোকসা উপজেলায় ৭ নং গোপগ্রাম ইউনিয়নের আমলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সহকারি প্রধান শিক্ষক নিয়োগের ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে আদালত থেকে গত ১ জুন ২০২৩ তারিখে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন। আদালতের মামলা নং-৬১/২০২৩। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আত্তাফ বলেন, নিয়োগ পরীক্ষার বিষয় নিয়ে কোন আলোচনা বা মিটিং হয়নি। তারা আমার সই জাল করে সকল ধরনের কার্যকলাপ চালিয়েছে। তাই আমি আদালতে স্মরণাপন্ন হয়েছি। অভিযোগের প্রেক্ষিতে সরজমিনে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান বলেন পরীক্ষার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে। নিয়োগ পরীক্ষায় মোট ২২ জন প্রার্থী আবেদন ফরম জমা দিয়েছে । যাচাই-বাছাই করে ৬ জন প্রার্থীর আবেদন ভুল থাকায় বাতিল বলে গণ্য করা হয়েছে এবং ১৬ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে তিনি জানান। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পরীক্ষা কবে হবে, কোন জায়গা হবে এমন কোন সঠিক সময় তিনি বলতে পারেন নাই। তবে নিয়োগের বিষয়ে কোন রেজুলেশন তার কাছে নেই। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোপের মুখে পড়ে বলেন নিয়োগ পরীক্ষার সকল ফাইল পত্র আমার এক সহকারী শিক্ষকের কাছে দেওয়া আছে। তবে কার কাছে কাগজপত্র রয়েছে ও কাদের যোগ সাজসে এরকম হচ্ছে তা তিনি বলতে রাজি হননি।
এলাকাবাসী ও প্রত্যক্ষ সূত্রে জানা যায় আদালতের আদেশ তোয়াক্কা না করে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ম্যানেজিং কমিটির কিছু কুচক্রী মহল সুকৌশলে চলতি বছর গত ২ জুন তারিখে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে নিয়োগ পরীক্ষা নেওয়ার জন্য সকল প্রার্থীকে সকাল ৯ টার সময় ডেকে নিয়ে যায় এবং গোপনীয় ভাবে পরীক্ষা নেওয়ার চেষ্টা চালায়। তবে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ঘটনা স্থল থেকে খোকসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হুদা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে পরবর্তীতে আমলাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর হোসেন সকল পরীক্ষার্থীদের নিয়ে বলেন কিছু সমস্যা থাকার কারনে পরীক্ষা স্থগিত করা হলো। তবে সকল সমস্যা সমাধানের পর আমলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান। পরীক্ষার বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হুদার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন পরীক্ষার বিষয়ে সবকিছু জানেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি এ বিষয়ে কোনো কথা বলতে পারব না । তবে রবিবারে আপনি আমার অফিসে আসেন । বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমানের মুঠো ফোনে কথা হলে তিনি বলেন আমি এখন গাড়ির উপর রয়েছি পরে কথা বলছি। পরে একাধিকবার তার মোবাইল ফোনে ফোন দিলে তিনি ফোনটি রিসিভ করেননি।
Leave a Reply