ওলি ইসলাম। কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও সভাকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশের কাজে বাঁধা, ভাংচুর ও নাশতার করার অভিযোগ ৩৬ বিএনপির নেতাকর্মীর নামেসহ আরও একশো থেকে দেড়শো জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ভেড়ামারা থানার এস আই মোঃ মহিদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলাটি করেন।
এরমধ্যে ঘটনার দিন মঙ্গলবার চারজনকে আটক করা হয়। আজ বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
আসামির মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আল হোসাইন সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক রোকন উজ্জামান, যুবদলের সদস্য সচিব নজিবুল হক সুমন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন। বাকীরা বিভিন্ন কমিটির নেতা বলে জানা গেছে।
এরমধ্যে মোঃ সুলতান হোসেন, সিহাবুল হক, মোস্তাফিজুর রহমান, শোভন মন্ডল নামে চারজনকে ঘটনার দিনই আটক করা হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম বলেন,
পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগে বিএনপির ৩৬ জন নেতাকর্মীর নামে মামলা হয়েছে। আটক চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধিরে ধিরে ভেড়ামারার রাজনৈতিক মাঠ উত্তপ্ত হয়ে
উঠছে।
এদিকে মঙ্গলবারের ঘটনার বিএনপি নেতৃবৃন্দ জাসদ অফিস ভাংচুর করেছে এমন অভিযোগের প্রতিবাদে গতকাল বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল ও বাসষ্টান্ডে প্রতিবাদ সভা করেন।
Leave a Reply