কাগজ প্রতিবেদক ॥ ফেন্সিডিলসহ এক মাদক চোরাকারবারীকে আটক করার প্রাক্কালে চোরাকারবারীর হাসুয়ার আঘাতে র্যাব সদস্য আহত ও গুলিবিদ্ধ মাদক বিক্রেতাও আটক হয়েছে বলে জানা গেছে। গত ৩০ মে মেহেরপুর জেলার কাজীপুর ইউনিয়নের হাড়ভাঙ্গা বাগানবপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গোপন সাংবাদের ভিত্তিতে সিপিসি-মেহেরপুর, ক্যাম্পের একটি আভিযানিক দল মেহেরপুর জেলার গাংনী থানাধীন ০৩নং কাজীপুর ইউপি’র হাড়াভাঙ্গা মাদ্রাসা টু কালিতলা কল্যানপুরগামী ইটের সলিং রাস্তার হাড়াভাঙ্গা (বাগানপাড়া) সাকিনস্থ মোঃ আশরাফুল আশাফুল (পিতাঃ আব্দুল) এর বাড়ি হতে অনুমান ৭০ মিটার উত্তর দিকে কলা বাগানের মধ্যে অভিযান পরিচালনা কালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ১) মোঃ আবু সাই সুইট (৩০), পিতা-মোঃ হামিদুল ইসলাম, ২) মোঃ হামিদুল ইসলাম (৫৫), পিতাঃ মৃত নুর আহমেদ, ৩) সুজন(৩০), পিতা-কালু, ৪) ভুট্টো(২৮), পিতাঃ রুহুল, সর্বসাং-হাড়াভাঙ্গা (সেন্টারপাড়া), ৫) মিলন(২৫), পিতাঃ সাধু, সাং-সহড়াতলা (বর্ডারপাড়া), সর্ব থানা-গাংনী, জেলা-মেহেরপুরগণসহ আরও অজ্ঞাতনামা ০৪/০৫ জন মাদক ব্যবসায়ী দৌড়ে পালানোর চেষ্টাকালে অতর্কিতভাবে আসামী মোঃ আবু সাই সুইট’কে ধরার প্রাক্কালে উক্ত আসামী তার বাম হাত থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল থাকার একটি বস্তা ফেলে দিয়ে তার ডান হাতে থাকা ধারালো হাসুয়া অস্ত্র দ্বারা এসআই (নিঃ)/উত্তম কুমার রায়’কে লক্ষ্য করে উপর্যুপরি মাথা ও ঘাড়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। তাৎক্ষণিক এসআই(নিঃ)/উত্তম কুমার রায় তার নামে ইস্যুকৃত পিস্তল দ্বারা পরপর ০৩ রাউন্ড গুলি এবং তার সঙ্গীয় কনস্টেবল/কৃষ্ণ চন্দ্র’র নামে ইস্যুকৃত পিস্তল দ্বারা নিজেদের আত্মরক্ষা ও সরকারি অস্ত্র গুলি রক্ষার জন্য পরপর ০৭ রাউন্ড গুলি করলে আসামীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং আসামী মোঃ আবু সাইদ সুইট হাতে পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়লে তাকে আটক করা হয়। আটকের পর জখমী এসআই (নিঃ)/উত্তম কুমার রায়’কে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং গুলিবিদ্ধ আসামী মোঃ আবু সাইদ সুইট’কে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শে কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতালে প্রেরণ করা হয়। আসামীদের দখলে থাকা ৬৮ বোতল অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল এবং ০১টি রক্তমাখা হাসুয়া যার দ্বারা ধৃত আসামী এসআই(নিঃ)/উত্তম কুমার রায়’কে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে। তা উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামীসহ অন্যান্য পলাতক এবং অজ্ঞাতনামা মাদক কারবারীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বর্ডারের মাধ্যমে বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয়-বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তক্ষেপ করা হয়েছে।
Leave a Reply