মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে থানা পুলিশের অভিযানে ১০ বোতল ফেন্সিডিল, নগদ ৪১ হাজার ৫শ’ টাকা ও মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী মেহেরপুর জেলার গাংনী উপজেলার মহাম্মদপুর পশ্চিম পাড়ার দুলাল শাহ’র ছেলে সালমান শাহ ওরফে সাঈদ শাহ (৪২)। জানা যায়, শনিবার রাতে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর পৌরসভাধীন ভাঙ্গা বটতলা নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় থানার এসআই ফরিদুর রেজা এএসআই মেহেদী হাসান ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। অভিযানকালে মেহেরপুরের দিক থেকে কুষ্টিয়াগামী একটি ওয়াল্টন ১১০ সিসি মোটরসাইকেল আটক করে। পরে মোটরসাইকেলটির তেলের ট্যাংকির ভিতরে বিশেষ কায়দায় রাখা ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে। এব্যাপারে মিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
Leave a Reply