দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্ম জয়ন্তী পালন করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৌলতপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও দৌলতপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার আমিরুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরে দৌলতপুর শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় নজরুল সঙ্গীত ও আবৃত্তি উপস্থিত সকলকে মুগ্ধ করে।
Leave a Reply