খোকসা পতিনিধি ॥ কুষ্টিয়া ও রাজবাড়ী সীমান্তবর্তী এলাকায় জমি নিয়ে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়ে থানয় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। ঘটনার সত্যতা জানতে গেলে স্থানীয়রা বলেন,দীর্ঘদিন যাবত আজিজ ও জব্বার এর মধ্যে জমিজমা সংক্রান্ত নিয়ে বিরোধ চলে আসছে। কিন্তু ভোগ দখলের বিষয়ে বলেন জব্বারের পৈত্রিক এই জমি দীর্ঘদিন ধরে চাষাবাদ করতো। কিন্তুবর্তমানে কয়েক বছর আজিজ এই জমি চাষাবাদ করছে । কিন্তু আসলেই এই জমির মুল মালিক কে এলাকাবাসী বলতে পারে না। এ বিষয়ে খোকসা জানিপুর ইউনিয়নের বসা কুষ্টিয়া গ্রামের মৃত ছানা শেখের ছেলে মোহাম্মদ রজব শেখ বলেন, আমার বাপ চাচারা জমিগুলো চাষাবাদ করে আসছিল সেই সূত্র ধরেই আমরা জমিগুলো চাষাবাদ করতাম হঠাৎ করে মৃত তেলাম শেখের ছেলে আব্দুল আজিজ শেখ জোরপূর্বক ভোগ দখল করেছে। চাষাবাদকৃত সম্পত্তি এখন সে পুকুর কেটে মাটি বিক্রয় করছে। একদিকে আবাদি জমি ধ্বংস হচ্ছে অন্যদিকে সরকারি রাস্তা নষ্ট হচ্ছে। এ বিষয় নিয়ে আমি বিভিন্ন জায়গায় গেলেও এর কোন সুরাহ পায়নি। আব্দুল আজিজ শেখ বলেন,আমি সরকারের কাছ থেকে ডি,সি আর কেটে ভোগ দখল করছি। কিন্তু জমি সংক্রান্ত বিষয়ক কাগজ চাইলে তার কাছে কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তবে আবাদি জমির উপর পুকুর কাটার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন পুকুর কেটে এখানে মাছ চাষ করব। তবে কোন দপ্তর থেকে পুকুর কাটার অনুমতি পত্র পাননি। তবে তিনি আরো বলেন জমি সংক্রান্ত বিষয় নিয়ে রাজবাড়ী কোটে উভয়পক্ষের মামলা চলছে। তবে বৈধ কাগজপত্র কেউই দেখাতে পারেনি কাগজ বিহীন জমি দখলের হরিলুট চলছে । একদিকে যেমন ক্ষতি হচ্ছে আবাদী জমি আর অন্যদিকে ভোগ দখল নিয়ে দ্বন্দ্ব এ বিষয়ে সমাধান চান এলাকার সুধী সমাজ।
Leave a Reply