কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের চর মহেন্দ্রপুর পদ্মার চর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। প্রভাবশালীরা অবাধে বালু উত্তোলন করছে। এতে বাঁধ, ফসলি জমি এবং ঘরবাড়ি হুমকিতে পড়েছে। ভুক্তভোগীরা এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
খোঁজ নিয়ে দেখা যায়,চর মহেন্দ্রপুর চর থেকে এক্সভেটর মেশিন দিয়ে মাটি কেটে ট্রাক,বাটাহাম্বা ও পাওয়ার ট্রিলার করে আশপাশের ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করছেন। এতে নদীর তীরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বালু উত্তোলনের কারণে বিভিন্ন স্থানে ধসের সৃষ্টি হয়েছে। ফলে যেকোনও সময় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাসিন্দারা জানান, প্রভাবশালী মাটি ও বালু ব্যবসায়ীদের অনুরোধ করা সত্ত্বেও বালু ও মাটি কাটা অব্যাহত রেখেছেন। সারা দিনরাত ট্রাকে মাটি ও বালু পরিবহন করায় গ্রামীণ সড়কগুলো ধসে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। আবার বালু তোলার কারণে নদের তীরবর্তী ফসলি জমি ও বাড়িঘর হুমকির মুখে পড়েছে। তারা আরও বলেন,এ অবস্থা চলতে থাকলে আগামী দু’তিন বছরের মধ্যে ফসলি জমি, ভিটে ও বাড়িঘর ধসে নদীগর্ভে বিলীন হবে। অনুসন্ধানে জানা যায়,মৃদুল ও মেহেদি নামে দুইজন বালু উত্তোলনের সাথে জড়িত। তবে কীভাবে কাকে ম্যানেজ করে এই বালু উত্তোলন করছে তা কাহারো জানা নেই।’
Leave a Reply