কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ভুমি সেবা মপ্তাহ উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় ফিতাকেটে ও বেলুন উড়িয়ে ভুমি সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল, সহকারী কমিশনার (ভুমি) মো. আমিরুল আরাফাত সহ সরকারী দপ্তর প্রধান গণ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো আব্দুল মান্নান খান। স্বাগত বক্তব্য দেন সহকারী কমিশনার (ভুমি) মো. আমিরুল আরাফাত।
উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলীর সঞ্চালনায় এ সভায় আরো বক্তব্য রাখেন, পাবলিক লাইব্রেরির সাধারন সম্পাদক মমতাজ বেগম, পৌরসভার প্যানেল মেয়র এস এম রফিক, সাংবাদিক হাবীব চৌহান, সাংবাদিক মিজানুর রহমান নয়ন প্রমুখ। সহকারী কমিশনার (ভুমি) মো. আমিরুল আরাফাত বলেন, ভুমি সেবা সপ্তাহ চলাকালীন সময়ে নির্দিষ্ট স্টল থেকেই তাৎক্ষণিক ডিজিটাল পদ্ধতিতে নাম খারিজ আবেদন গ্রহণ, খাজনা আদায় সহ ভুমি সংক্রান্ত যে কোন ধরনের সেবা দেওয়া হবে।
Leave a Reply