কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো আব্দুল মান্নান খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল, সহকারী কমিশনার (ভুমি) মো. আমিরুল আরাফাত, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, থানার ইন্সপেক্টর শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তব্য রাখেন, সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দস হোসেন, চাঁদ আলী, সোলাইমান হসেন জোয়ার্দার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আব্দুর রফিক, পাবলিক লাইব্রেরীর সম্পাদক মমতাজ বেগম, মহিলা পরিষদ নেত্রী রওশন আরা নীলা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সাংবাদিক হাবীব চৌহান, সাংবাদিক জাকের আলী শুভ প্রমুখ।
দুর্নীতি প্রতিরোধে নিজ নিজ অবস্থানে থেকে সর্বস্তরের সচেতনতা সৃষ্টির পাশাপাশি প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
Leave a Reply