কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার শিলাইদহে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তাঁর বৃহৎ জমিদারি ও ব্যবসা পরিচালনার জন্য কাছারিবাড়ি নির্মাণ করেন। এই কাছারিবাড়ি থেকেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি পরিচালনা করতেন।
জানা যায়, এখানে দাতব্য প্রতিষ্ঠান ছিল। সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কার্যক্রমের জন্য কবিগুরুর কাছারিবাড়ি সংস্কার করেন। বৃহৎ বাড়ির সম্মুখে এবং সংলগ্ন স্থানে বহু পুরাতন গাছপালা বিদ্যমান ছিল। বাড়ির মূল জায়গা ৬ একর বলে জানা গেছে।
বৃহৎ বাড়ির অবকাঠামোর নির্মাণ শৈলি অসাধারণ। ভূমিদস্যুসহ বহু দখলদাররা একে একে গ্রাস করছে বাড়িটি, সংলগ্ন জায়গাসমূহ। এমনকি পুরাতন বৃক্ষ কেটে বিক্রয় করে দেয়া হচ্ছে বলে জানা গেছে। অবিলম্বে দখলদারদের উচ্ছেদ করে কাছারিগৃহ সংস্কারের দাবী জানিয়েছে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক, গবেষক , রবীন্দ্র সংগীত শিল্পী রেফুল করিম।
Leave a Reply