সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতার ছোট বোনের দাফন সম্পন্ন
কাগজ প্রতিবেদক ॥ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার ছোট বোন, বীরমুক্তিযোদ্ধা আসগর আলীর পুত্রবধু, ঢাকা সিটি কর্পোরেশনের সচিব-৩ রোকনুজ্জামানের স্ত্রী হোসনেয়ারা খাতুন (৫০)’র নামাজে জানাযা শেষে গতকাল সকাল ১০ টায় দৌলতপুর উপজেলার শেরপুর গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্ব্যকালে তিনি স্বামী ও ৩ পুত্র সন্তানসহ ভাই-বোন আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল সকাল ১০ টায় দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর গ্রামে মরহুমার নামাজে জানাযা অনুষ্টিত হয়। শেরপুর গোরস্থানে জানাযা পুর্ব মরহুমার পরিবারের পক্ষ থেকে তাঁর ভাই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, স্বামী রোকনুজ্জামান মরহুমার প্রতি দোয়া চেয়ে বক্তব্য রাখেন। এর পর মরহুমার ছোট পুত্র রাজিন নিজেই মায়ের জানাযা পরিচালনা করেন। মায়ের জানাযা পুত্র সন্তান পড়ানোর সময়ে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। উপস্থিত সকল মুসুল্লীদের চোখে পানি এসে যায়। মরহুমার নামাজে জানাযায় মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, শহর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবি, সহ-সভাপতি নুর আলম দুলাল, জেলা পরিষদের সদস্য জহুরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একরামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ খোকন, ওমর ফারুক, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ আফিল উদ্দিন, পিয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যানসহ সদর উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ পরিবারের সকল আত্মীয় স্বজন, ছাত্রলীগ, যুবলীগ, জনপ্রতিনিধিসহ কয়েক হাজার মুসুল্লীরা অংশগ্রহন করেন। জানাযা শেষে দোয়া পরিচালনা করেন ভেড়ামারা পাম্প হাউস জামে মসজিদের খতিব হাফেজ আহম্মদ উল্লাহ।
Leave a Reply