সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতার ছোট বোনের ইন্তেকাল
কাগজ প্রতিবেদক ॥ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার ছোট বোন, বীরমুক্তিযোদ্ধা আসগর আলীর পুত্রবধু ও ঢাকা সিটি কর্পোরেশনের সচিব-৩ মোঃ রোকনুজ্জামানের স্ত্রী হোসনেয়ারা খাতুন (৫০) গতকাল দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইনøাল্লিহি ওয়াইন্নাল্লি রাজেউন) মৃত্ব্যকালে তিনি স্বামী ও ৩ পুত্র সন্তানসহ ভাই-বোন আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ সকাল ১০ টায় দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর গ্রামে মরহুমার নামাজে জানাযা শেষে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা যায়। ম
মাহবুবউল আলম হানিফ এমপির শোক
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার ছোট বোন ও বীরমুক্তিযোদ্ধা আসগর আলীর পুত্র বধু হোসনেয়ারা খাতুনের মৃত্ব্যতে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ এমপি এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শোক বার্তায় তিনি উল্লেখ্য করেছেন বীর মুক্তিযোদ্ধা আসগর আলীর পুত্র বধু আমাদের ছোট বোন হোসনেয়ারা খাতুন ছিল একজন মিষ্টভাষী, সদালপি মানুষ তাঁর মৃত্ব্যতে পরিবার একজন যোগ্য মাকে হারালো আর পরিবার হারালো একজন অতিশয় আপনজনকে যা কোন দিন পুরণীয় নয়। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহপাকের কাছে দোয়া চেয়েছেন।
বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের শোক
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার ছোট বোন ও বীরমুক্তিযোদ্ধা আসগর আলীর পুত্র বধু হোসনেয়ারা খাতুনের মৃত্ব্যতে বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নুর আলম দুলাল ও সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। নেতৃবৃৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহপাকের কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply