কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গড়াই নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে বেশ কিছু ডাইং কারখানা। এসব ডাইং কারখানার বিষাক্ত বর্জ্য ফেলা হচ্ছে গড়াই নদীতে। ফলে দূষিত হচ্ছে গড়াই নদীর পানি। পাশাপাশি এ সব কারখানার সৃষ্ট কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে গড়াই নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এ সব ডাইং কারখানাগুলো হলো, বিসমিল্লাহ ফিরোজা ডাইং, পারভেজ ডাইং, মোল্লা ডাইং ডাইংসহ আরো বেশ কয়েকটি ডাইং কারখানা। এ সব ডাইং কারখানায় ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর সালফিউরিক এসিড, এসিটিক এসিড, কস্টিক সোডা, ব্লিসিং পাউডার, ক্ষতিকর ফিরোজা রংসহ আরো বেশ কিছু রাসায়নিক পদার্থ। সুতা প্রসেসিং শেষে এ সব বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশ্রিত বর্জ্য ফেলায় দূষিত হচ্ছে গড়াই নদীর পানি। অথচ এ নদীর পানি প্রতি দিন অসংখ্য মানুষ তাদের গৃহকার্যে ও কৃষিতে ব্যবহার করছে। বিগত দিনে বিভিন্ন সময় পরিবেশ বিষয়ক সভা-সেমিনাওে ডাইং মালিকদের সাথে সচেতন মহলের মতবিনিময় কালে বড় গর্ত করে চৌবাচ্চা বানিয়ে তার মধ্যে ডাইংয়ের বিষাক্ত বর্জ্য মিশ্রিত পানি ফেলার পরামর্শ দেয়া হয়। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও আজ পর্যন্ত কোনো ডাইং মালিক সে পরামর্শ অনুযায়ী চৌবাচ্চা তৈরি করেননি। কুমরখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ডাইং কারখানাগুলোতে সব রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। এ পানিতে নিয়মিত গোসল করার ফলে চুলকানিসহ নানা প্রকার চর্ম রোগ দেখা দেয়। রান্নার কাজে নিয়মিত এ পানি ব্যবহার করলে গ্যাসট্রিক এবং লিভার ও কিডনিতে নানা রকম সমস্যা, এমনকি রক্ত তৈরিতেও নানা রকম জটিলতা দেখা দিতে পারে। ডাইং মালিকরা বড় গর্ত করে চৌবাচ্চা বানিয়ে সেখানে ডাইংয়ের বিষাক্ত বর্জ্য পদার্থ রাখবে এমনটাই প্রত্যাশা করে স্থানীয় সচেতন মহল। এ বিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার বলেন, আমরা ইতোমধ্যেই পরিবেশ অধিদফতরের সাথে কথা বলেছি। যেন পরিবেশেরও ক্ষতি না হয়, আবার শিল্পেরও ক্ষতি না হয় সে দিক চিন্তা করে ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি আমরাও কাজ করে যাচ্ছি।
Leave a Reply