1. nannunews7@gmail.com : admin :
November 21, 2024, 9:07 am

শিলাইদহে রবীন্দ্র কাচারিবাড়ি সংস্কারে জমি সংকট, মুল জমি ৬ একর বরাদ্ধ মাত্র ৬ শতক !

  • প্রকাশিত সময় Saturday, May 6, 2023
  • 343 বার পড়া হয়েছে

আবির আলম ॥ বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকীর সামনে রেখে কবি গুরুর অসংখ্য স্মৃতি বিজড়িত কাচারিবাড়িটি দখল আর সংস্কার নিয়ে নানা অভিযোগ উঠেছে। তার ভক্তদের জন্য আনন্দের খবর হলো বাংলাদেশের শিলাইদহে কবির স্মৃতি বিজরিত কাচারিবাড়ির সংস্কার কাজ শুরু করেছে সরকার। কিন্তু কাছারিবাড়ির মোট ৬ একর জায়গার মধ্যে প্রতœতত্ত্ব বিভাগকে মাত্র ৬শতক জায়গা বরাদ্দ দেয়ায় পরিকল্পনা মাফিক কাজ করতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে তারা। তবে, সব প্রতিকুলতা দূর করে কাচারিবাড়ি আগের রূপে ফিরিয়ে আনার কথা বলছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের শিলাইদহে বারবার এসেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। জমিদারি পরিচালনা করতে আসলেও তিনি মগ্ন থাকতেন সাহিত্য রচনা ও সমাজ সংস্কার নিয়ে। শিলাইদহে কুঠিবাড়ির অদূরেই ছিলো তার জমিদারির খাজনা আদায়ের এই কাচারিবাড়ি। অযতœ অবহেলায় বাড়িটি এখন একেবারেই পরিত্যক্ত। হারিয়ে গেছে এ পুরাকৃর্তির আসবাবপত্র, ইট, কাঠ ও লোহা। ভেঙ্গে পড়েছে ভবনের বীম ও ছাদ তবে, রবীন্দ্র জন্মবার্ষিকীর আগে সরকারি উদ্যোগে এখানে শুরু হয়েছে সংস্কার কাজ ও নানা অযতœ অবহেলায় কোন মতে দাঁড়িয়ে আছে। রাতের আঁধারে বাড়ির জানালা-দরজার কাঠ, বিম, রড খুলে নিয়ে গেছে। ভেঙ্গে পড়েছে ছাদ। অলস সময়ে গরুর গোবর, আর ধান শুকানোর কাজ চলে এখানে। এ অবস্থায় প্রতœতত্ব অধিদপ্তর কাচারিবাড়ির ৬ একর জমির মধ্যে মাত্র ৬ শতক জমি সংস্কারের জন্য ৩২ লক্ষ টাকা বরাদ্ধ দিয়েছে। কাজও চলছে ঢিমে-তালে। যেখানে পুরো ভবনটি ভেঙ্গে পড়েছে সেখানে মাত্র ৬শতক জমি সংস্কারের জন্য ৩২ লাখ টাকা দিয়ে কি হবে আর কি সংস্কার হবে এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী রেফুল করিম জানিয়েছেন, শিলাইদহ গ্রাম পদ্মার দক্ষিণে অবস্থিত , এর তিন মাইল দূরে গোরাই ( মধুমতী ) নদী । একসময় শিলাইদহ কুঠির সামনেই পদ্মা ও গোরাইয়ের মিলনস্থল ছিল । কুষ্টিয়া শহর থেকে শিলাইদহ পাঁচ মাইল দুরে । পদ্মা তীরবর্তী শিলাইদহ অপরূপ সৌন্দর্যে রবীন্দ্রনাথ কে গভীরভাবে আকৃষ্ট করেছিল, এ কথা সবাই জানেন । বিরাহিমপুর ( ইব্রাহিমপুর) পরগনা (শিলাইদহ যার অন্তর্গত ) র জমিদারি ঠাকুর পরিবারের অধিকারে আসে ১৮০০ সালে । রামলোচন ঠাকুর তাঁর পুত্র দ্বারকানাথের নামে এই জমিদারি নিলামে ক্রয় করেন । ১৮৩৬ সালে দ্বারকানাথ জমিদারির অন্তগর্ত নীলকর শেলী সাহেবের কুঠিবাড়িটি ক্রয় করেন । জীবনীকার প্রশান্তকুমার পাল অনুযায়ী ১৮৭৫ সালের ডিসেম্বরে রবীন্দ্রনাথ পিতার সঙ্গে প্রথম (দিন পনেরোর জন্য ) শিলাইদহে যান । পরের বছর ফেব্রুয়ারি তে তাঁর নতুন দা’র সঙ্গে মাসাধিক কাল কাটিয়ে আবার মে মাসে এসে দীর্ঘকাল থাকেন । আজিজুর রহমানের মতে রবীন্দ্রনাথ ১৮৭১ সালে তাঁর বড়দাদা’র সঙ্গে প্রথম শিলাইদহে আসেন । ” শিলাইদহ ও রবীন্দ্রনাথ ” এ প্রবেশের আগে জমিদারি ও কুঠিবাড়ির কথা শেষ করে নেয়া যাক । ১৮৯৯ সালে মহর্ষি তাঁর শেষ ইচ্ছাপত্রে বিরাহিমপুর ও কালীগ্রাম পরগনা সমান ভাগে দিয়ে যান – দ্বিজেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ কে । ১৮৮৯ থেকে রবীন্দ্রনাথ জমিদারি পরিচালনার দায়িত্ব পালন করছিলেন । তিনি তাঁর পূর্বসূরিদের মতই শেলী সাহেবের কুঠিবাড়িটি ব্যবহার করতে থাকেন । এর একতলায় ছিল কাচারি , দোতলায় কবির বাস । পদ্মার ভাঙনলীলায় কুঠিবাড়িটি যে কোন দিন পদ্মা গর্ভে বিলীন হতে পারে – এই সম্ভাবনায় , কুঠিবাড়িটি ভেঙে ফেলা হয় এবং দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় পুত্র নীতীন্দ্রনাথের তদারকিতে ১৮৯২ সালে নির্মিত হয় নতুন কুঠিবাড়ি । পরে রথীন্দ্রনাথ এর সম্প্রসারণ ঘটিয়ে বর্তমান চেহারায় নিয়ে আসেন । ১৯০৯ সালে দ্বিজেন্দ্রনাথ মৌখিক ভাবে বার্ষিক ৪৫০০০ টাকার বিনিময়ে তাঁর জমিদারির অংশ ৯৯৯ বছরের জন্য ইজারা দেবার কথা বলেন – এবং ১৯১২ সালে এই মর্মে দলিল সাক্ষরিত হয় । জমিদারির দায়িত্ব সত্যেন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ এর ওপর বর্তায় , সত্যেন্দ্রনাথ এর তরফে তাঁর পুত্র সুরেন্দ্রনাথ ঠাকুর পরিচালনা শুরু করেন । কবি ১৯১৩ সালে শিলাইদহে জমিদারি পরিচালনার দায়িত্ব প্রমথ চৌধুরীকে দিয়েছিলেন । প্রজামহলে তিনি পরিচিত ছিলেন জামাইবাবু নামে । সুরেন্দ্রনাথ ঠাকুর জমিদারি তত্ত্বাবধানের পরিবর্তে কলকাতায় জমি -বাড়ি কেনাবেচার কাজকে অধিক লাভজনক মনে করেন এবং ক্রমশ ঋণগ্রস্ত হ’তে থাকেন । প্রমথ চৌধুরী জমিদারির ভবিষ্যত নিয়ে শঙ্কিত হয়ে কবির নজরে আনলে , ১৯২০ সালে কবি জমিদারি ভাগ করার সিদ্ধান্ত নেন । ভ্রাতুস্পুত্র’র প্রতি স্নেহবশতই হ’ক বা লোকচর্চার আশঙ্কাতেই হ’ক , কবি অপেক্ষাকৃত সমৃদ্ধ ও লাভজনক বিরাহিমপুর সুরেন্দ্রনাথ ঠাকুর কে দিয়ে কালীগ্রাম নিজের হেফাজতে রাখেন । বাস্তবুদ্ধি ও আত্মনিয়ন্ত্রনহীন সুরেন্দ্রনাথের পরিচালনায় জমিদারি দিন দিন শ্রীহীন হতে থাকে । অবশেষে ১৯৩৭ সালে ভাগ্যকুলের জমিদার শ্যামা রঙ্গিনী রায় চৌধুরী এই জমিদারি বন্ধকী সূত্রে হাইকোর্টের নিলামে ক্রয় করেন । ১৯৪৪ সালে রথীন্দ্রনাথ শুধু কুঠিবাড়িটি কেনার একটা চেষ্টা করেন , কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয় । রবীন্দ্রনাথ শেষবার শিলাইদহে এসেছিলেন ১৯২২ সালে । দেশভাগের পর ১৯৫২ সালে বিরাহিমপুরের জমিদারি East Bengal States Acquisition & Tenancy Act XXIII of  ১৯৫১ বলে সরকারের দখলে আসে । কুঠিবাড়ি কিন্তু জমিদারের পারিবারিক বাসস্থান রূপে তাদের অধিকারে থেকে যায় । ১৯৫৭ সালে সরকার  Ancient Monument Preservation Act  অনুসারে কুঠিবাড়িটি সংরক্ষিত ঘোষণা করেন । বাংলাদেশ স্বাধীন হবার পর মৈত্রেয়ী দেবী ঢাকা সফরে শিলাইদহের ব্যাপারে শেখ সাহেবের দৃষ্টি আকর্ষণ করলে , তিনি বলেন, ” তাঁর জন্য কিছুই করতে পারি নাই , এবার করব । ” তথ্য : প্রভাত মুখার্জি , প্রশান্তকুমার পাল , শচীন্দ্রনাথ অধিকারী , সৈয়দ মোর্তাজা আলী , আজিজুর রহমান , মৈত্রেয়ী দেবী । এ ব্যাপারে রেফুল করিম বলেন, যেখানে রবীন্দ্রনাথকে নিয়ে সারা পৃথিবীতে গবেষণা হচ্ছে। তার লেখা, কবিতা, গান নিয়ে নানা ভাবনা চলছে। সেখানে তাঁর স্মৃতি বিজড়িত শিলাইদহ কাচারিবাড়ি যেখানে তার প্রথম আগমন এবং অবস্থান সে ভবনটির জায়গা এখন দখলদারদের দখলে। সংস্কার, সংরক্ষণের অভাবে ভেঙ্গে পড়ছে কাচারিবাড়ি। এটা ভাবা যায় না। এ ব্যাপারে তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640