কাগজ প্রতিবেদক ॥ রোটারী ক্লাব অফ ঢাকা উত্তরের অর্থায়নে আরসিসি আজমপুর কাকিলাদাহ মিরপুর কুষ্টিয়ার তত্বাবধানে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। বয়স্ক নাগরিকদের স্বনির্ভর করণ প্রকল্পের আওতায় গত মঙ্গলবার (২ মে) সদর উপজেলার বটতৈল ইউনিয়নে এ ছাগল বিতরণ করা হয়। বটতৈল ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে বিকেল ৫টায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরসিসি আজমপুর কাকিলাদাহ মিরপুর কুষ্টিয়ার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ছাগল বিতরণ কর্মসুচীতে প্রধান অতিথি ছিলেন বটতৈল ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু ফকির, সদস্য নরুল ইসলাম সুরুজ, শফিকুল ইসলাম প্রমুখ। বটতৈল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দরিদ্র ১০জন নারীর হাতে ছাগল তুলে দেওয়া হয়। ছাগল পেয়ে খুশি হন নারীরা।
Leave a Reply