স্পোর্টস ডেস্ক ।। সাউথ ইস্ট এশিয়ান (সি) গেমসে সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের রেফারি সালমা আক্তার।
দক্ষিণ এশিয়ার গন্ডির বাইরে বাংলাদেশের প্রথম নারী রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন তিনি।
রোববার মধ্যরাতে ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হবেন নারী এএফসি এলিট প্যানেলের এই রেফারি।
গত বছর সি-গেমসে বাস্কেটবল ও ফুটবলে রেফারিং করেছিলেন সবুজ মিয়া ও মনির ঢালী। এই বছর হকিতে শাহবাজ আলী ও ফুটবলে সালমা রেফারিং করবেন। সি গেমসে বাংলাদেশের খেলার সুযোগ নেই। তবে এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রেফারি ও আম্পায়াররা।
বাংলাদেশের প্রথম ফিফা রেফারি জয়া চাকমা। জয়ার পরের বছরই সহকারী ফিফা রেফারি হয়েছিলেন সালমা। দু’জনই এএফসি এলিট প্যানেলের জন্য একাধিকবার পরীক্ষা দিয়েছেন। জয়া ব্যর্থ হলেও সালমা এবার এলিটে উত্তীর্ণ হয়েছেন।
সালমা বলেন, এলিট রেফারি হওয়ার পর দক্ষিণ এশিয়ার বাইরে এটাই প্রথম কাজ। দেশবাসীর কাছে দোয়া চাই, যাতে রেফারিং করে দেশের মান বৃদ্ধি করতে পারি।
Leave a Reply