
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া দৌলতপুর উপজেলা চিলমারি ইউনিয়নের চিলমারি বাজার সংলগ্ন এক মুক্তিযোদ্ধার বাড়ীতে পুর্ব শত্রুুতার জের ধরে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ব্যাপক হামলা ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। হামলাকারীরা অন্তত ৪ জনকে গুরুতর আহত করেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সন্ধায় মসজিদ থেকে ইফতার শেষে বাড়ী ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দুপক্ষ থেকে দুটি মামলা হয়েছে। মামলায় উভয় পক্ষের ৬ জন গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বেশ কিছুদিন পুর্বে এলাকায় জমি-জায়গা নিয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নারে সমর্থক নুরু মন্ডল, মাহবুল মন্ডল ও মনির মন্ডলসহ ৫০/৬০ জনের একটি গ্রুপ মুক্তিযোদ্ধা সিরাজ খাঁর সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় এলাকার সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশা, উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ এজাজ আহমেদ মামুন উভয় পক্ষকে এক জায়গায় বসিয়ে আপোষ-মিমাংসা করে দেন। কিন্তু কৌশলী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান এ শালিস না মেনে পুনরায় এলাকায় সংঘর্ষের সৃষ্টির পাঁয়তারা করতে থাকে। এর ফলশ্রুতিতে বৃহস্পতিবার সন্ধায় মুক্তিযোদ্ধা সিরাজ খাঁর বাড়ীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নানের নির্দেশে নুরু মন্ডল, মনির মন্ডল ও মাহবুব মন্ডলসহ ৪০/৫০ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্র, হাসুয়া, ধারালো ছুরা নিয়ে মুক্তিযোদ্ধা সিরাজ খাঁর বাড়ীতে হামলা চালায় এবং ভাংচর করে। এর পর সেখান থেকে চিলমারি মসজিদের ইফতার শেষে বাড়ী ফেরার পথে মুক্তিযোদ্ধা সিরাজ খাঁর সমর্থক মোবারক খাঁ (৪০) বাবলু খাঁ (৩০) সিদ্দিক খাঁ ( ৪৫)সহ ১৫/২০ জনের উপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারপিট ও রক্তাত্ত জখম করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে আহতদের কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন। এ ব্যাপারে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান এ ঘটনা নিশ্চিত করে বলেছেন, এ ঘটনায় উভয় পক্ষ থেকেই মামলা হয়েছে। আমরা দুই পক্ষের ৬ জনকে গ্রেফতার করেছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ সব বিষয়ে চিলমারি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নারে সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
Leave a Reply