আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা খাদিমপুরে অগুনে ক্ষতিগ্রস্থ পান বরজের মালিক, ভূট্রাক্ষেতের জমির কৃষকদের মাথে এমপি ছেলুন নিজস্ব তহবিল থেকে ৬ লক্ষ ৮০ হাজার টাকা অনুদান প্রদান করেছে।গতকাল সকাল ১১ টার দিকে বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোঃ ছেলুন এমপি ৬নং খাদিমপুর ইউনিয়নের, খাদিমপুর, শিয়ালমারী ও বটিয়াপাড়া গ্রামের ৬৮ জন পান চাষী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিটি চাষী কে নগদ দশ হাজার টাকা করে মোট ৬ লক্ষ ৮০ হাজার টাকা সহায়তা প্রদান করলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব:মো: সোলাইমান হক জোয়ার্দ্দার (ছেলুন) এমপি মহোদয়।এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন।এ সময় এমপি ছেলুন বলেন বাংলাদেশ আওয়ামীলীগ জনগনের দল,জনগনের যে কোন সমস্যায় আমরা তাদের পাশে থেকেছি,১৯৫২ সালে ভাষার জন্য আন্দোলন সংগ্রামে আপনাদের পাছে ছিলাম,৬৬,৬৯,৭০এর নির্বাচন,৭১ এর মুক্তিযুদ্ধ যে কোন বড় বড় সুঃসময়ে আওয়ামীগ আপনাদের পাশে থেকেছে,বঙ্গবন্ধু ছিলেন জনদরদী নেতা,আমার নেন্ত্রী মাননীয় প্রধান মন্ত্রী রাতদিন নিরলস ভাবে পরিশ্রম মানুষের কল্যানে কাজ করছে।আর বিএনপি জামাত কিভাবে মানুষের ক্ষতি সাধন করা যায় সেই চক্রান্তে লিপ্ত,তারা আবারও আগুন সন্ত্রাসে মেতে উঠেছে,আপনারা সজাগ থাকুন।আমরা জননেন্ত্রী শেখ হাসিনার,ও আওয়ামীলীগ ও বঙ্গবন্ধুর আদর্শের রাজনিতি করি, আমরা সেই সংগঠনের আদর্শে অনুপ্রানীত,মুক্তিযুদ্ধের চেতনা ধরন করে মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি। আজ আমরা খদিমপুর,শিয়ালমারি ও বটিয়াপাড়ার ক্ষতিগ্রস্থ পান ও ভুট্রা চাষী ভাইদের যতটুকু সম্ভব তাদের হাতে তুলে দিয়েছি,সরকারি সহায়তা আসলে আপনাদেরকে দেওয়া হবে,এ ছাড়াও সমাজের বত্তবানদের ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়াতে অনুরোধ করছি।। আজ সকলকে জেলা প্রশাসক ও উপজ্লা নির্বাহী অফিসার রনি আলম নুর, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক আব্দুল হান্নান,ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান লোটাস, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক। উপজেলা প্রশাসনের তত্বাবধানে ৩০ কেজি করে চাল ও টিসিবি পণ্য প্রদান করা হবে।জেলা ও উপজেলা প্রশাসনকে জানান সঠিক তালিকা তৈরী করে ক্ষতিগ্রস্থতের সরকারি সহায়তা প্রদান করুণ।
Leave a Reply