মিরপুর প্রতিনিধি।। কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের সদস্যদের ঈদ উপহার প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকালে ক্লাব কার্যালয়ে সকল সদস্যকে ঈদ উপলক্ষে ক্লাবের নিজস্ব তহবিল থেকে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি ও ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। এ সময়ে ক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, সহ-সভাপতি জমির উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদ, প্রচার ও দপ্তর সম্পাদক কুদরতে খোদা সবুজ, অর্থ-সম্পাদক হাফিজুর রহমান, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আব্দুল মালেক জোয়ার্দ্দার, নির্বাহী সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, আছাদুর রহমান বাবু, সদস্য হুমায়ূন কবির হিমু, মারফত আফ্রিদী, আহসান হাবিব উজ্জ্বল, শেফাদুল ইসলাম চান্নু, আশরাফুল আলম হীরা প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply