
কাগজ প্রতিবেদক ॥ আজ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়ার উন্নয়নের রুপকার মাহবুবউল আলম হানিফ এমপি বিকেলে কুষ্টিয়া জেলা পরিষদ চত্বরে ভারতীয় ভিসা প্রসেসিং সেন্টারের উদ্ধোধন করবেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা উপস্থিত থাকবেন।
দুপুর ২টা ৩০ মিনিটে জেলা পরিষদ চত্বরে কুষ্টিয়াবাসীর দীর্ঘদিনের দাবী ভারতীয় ভিসা প্রসেসিং সেন্টারের উদ্ধোধন শেষে কুষ্টিয়া তথা এ অঞ্চলের মানুষের ভারতে ভিসা পেতে রাজশাহী, যশোরে যেতে হবে না। এখন থেকে কুষ্টিয়া থেকে মেডিকেল, ট্যুারিষ্টসহ যে কোন ভিসা সংগ্রহ করতে পারবেন এখান থেকে। একটি দায়িত্বশীল সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন। খুব স্বল্প পরিসরে আয়োজিত এ অনুষ্ঠানে পৌর মেয়র আনোয়ার আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ উপস্থিত থাকবেন। এর আগে মাহবুবউল আলম হানিফ এমপি সকাল ১০ টায় পিটিআই রোডস্থ নিজ বাসভবনে জেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করবেন। সকাল ১১টায় সদর উপজেলা পরিষদে ভিজিডি চাল, চেক বিতরণ করবেন। এর পর বিকেল ৪টায় পিটিআই রোডস্থ নিজ বাসভবন চত্বরে স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ করবেন। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম, সদর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ উপস্থিত থাকবেন।
Leave a Reply