1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 6:26 pm

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালন

  • প্রকাশিত সময় Friday, April 14, 2023
  • 124 বার পড়া হয়েছে

আলমডাঙ্গা প্রতিনিধি ॥   আলমডাঙ্গায় বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ পহেলা বৈশাখ পালিত হচ্ছে।পবিত্র রমজান মাস ও শূক্রবার হওয়ায় বেশ কিছু কাটছাটও করতে হয়েছে।গতকাল শূক্রবার ১৪ এপ্রিল পয়লা বৈশাখ। শুধু বদল হবে সন। ১৪৩০। উঠবে নতুন সূর্য। শন-শন বইবে বাতাস। তা কি মন্দা? না, মৃদুমন্দ। না-কি দমকা হাওয়ায় উড়িয়ে নেবে! বিদায়ী অস্তগামী সূর্যটা নিস্তেজ হয়েই বরাবরের মতো উঁকি দেবে! সূর্যটা কি সত্যিই নতুন হবে?চলমান সময়ের অবক্ষয়, ধস; ক্রমাগত দুর্ঘটনায় বিমর্ষ প্রাণ চাতক পাখির মতো অপেক্ষায় আছে সুদিনের। চলতি পথে দেয়ালের গ্রাফিতিতে চোখ উজ্জীবিত হয়- ‘সুদিন আসবে’। পরক্ষণেই কান্না, ক্ষোভ ও নালিস নিয়ে কে যেন ফিস ফিস করে কানের কাছে বলে, ‘সুবোধ তুই পালিয়ে যা’।আসলে অবয়বহীন এই সময়ে পতনে মিছিলে একাকার আমাদের বিশ্বাস। উচ্ছ্বাস।কেননা মেরুদন্ডহীন হয়ে আমরা এখন শিখে গেছি, ইট-পাটকেল নিজের পিঠে না পড়া পর্যন্ত ঢুলু-ঢুলু চোখে পথ চলা। অপরাধী আর নিপীড়কের সঙ্গে স্রোতের অনুকূলে পাল তুলে চলতে স্বাচ্ছন্দ্যবোধ করি। পরিস্থিতি অনুযায়ী, রঙ ধনুর মতো রং বদলাতে পারি। সময়ের পরতে পরতে থাকা সেলিফিনের প্রমাণ থাকার বিষয়টিও যেন ভুলে যাই; সড়কে গতির কাছে জীবনের পারাজয়; হররোজ সাম্প্রদায়িক ভেঙচিতে অসম্প্রদায়িকতার বীজ বপনের চেষ্টা;তারপরও পথচলা ;

আলমডাঙ্গা  উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮টায় উপজেলা চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়েছে। শোভাযাত্রার নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর,উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। র‌্যালি শেষে আলমডাঙ্গা উপজেলা মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহমেদ ডন,উপজেলা সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ,থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথা।কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় , এ সময় উপস্থিত ছিলেন  আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদীর গনু,সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী,সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হোসেন,প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি,উপজেলা আওয়ামীলীগের  সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার,বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন পারভেজ,আবাসিক প্রকৌশলী,উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক ,প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু,সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হামিদুল ইসলাম আজম,,আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যাপক মন্ডলি,মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা,,মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত,তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস,সাংবাদিক ,প্রশান্ত বিশ্বাস,,শাহাবুল ইসলাম,কাইরুল মামুন,শরিফুল ইসলাম, ওসি তদন্ত আব্দুল আলিম,সরকারি স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন,আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান,এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান,এরশাদপর একাডেমীর প্রধান শিক্ষক ফজলুল হক,,মডেল সরকারি,প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক হারেজ উদ্দিন,আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাশির উদ্দিন এ্যাটোম, সমিতির সভাপতি রেফাউল ইসলাম,  প্রমুখ। পরে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ কবিতা আবৃতি,, নৃত্য, সংগীত ও পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে আলমডাঙ্গা পৌরসভার আয়োজনে সকাল সাড়ে ৭টার দিকে পৌর সভা সত্তরে  মঙ্গল প্রদীপ জ্বালিয়ে  অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হাসান কাদীর গনু।

শূক্রবার সকালে বর্ষবরণ উপলক্ষে আলমডাঙ্গা সরকারি কলেজের উদ্যোগে বিভিন্ন ব্যানারে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়,এতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ সকল শিক্ষক কর্মকর্তা,কর্মচারি অংশ নেয়। এদিকে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা বের করে। এবং দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640