আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১১৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৫ জন আসামীকে আটক করেছে।গতকাল বিকেল ৩ টার দিকে আলমডাঙ্গা পৌরসভাস্থ হলুদপট্টির জনৈক সন্তোষ এর লন্ডির দোকানের সামনে থেকে মাদক দ্রব্য সহ দুজনকে আটক করে পুলিশ।উল্লেখ্য আলমডাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই (নিরস্র) সমির চন্দ্র দাস এর নেতৃত্বে আলমডাঙ্গা পৌরসভার হলুদপট্টি জনৈক সন্তোষ এর লন্ডির দোকানের সামনে হতে অভিযান পরিচালনা করে কালিদাশপুর গ্রামের বজলুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৭) ও এরশাদপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মঞ্জুরুল রহমান (৩৭) কে আটক করে।এ সময় তাদের দেহ তল্লাশি করে, আসামীদের হেফাজত হতে ৪০ (চল্লিশ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক আসামীদের বিরুদ্ধে মাদক দ্রাব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।এ ছাড়াও চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ শরীয়তুল্লাহ ভূঁইয়া, সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) মোঃ তরিকুল ইসলাম ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে আসামী বেলগাছি মালিথা পাড়ার ওসমান আলীর ছেলে মোঃ তুষার আলী (২৩), কে আলমডাঙ্গা টু পাঁচলিয়া রোড়স্ত জনৈক হাচিবুল এর কলা বাগান এর সামনে পাঁকা রাস্তার উপর হতে গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে আটক করে।এ সময় তার দেহ তল্লাশি করে ৩০ পিচ (ত্রিশ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।এ ছাড়াও আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৪৮(আটচল্লিশ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ ২ জন গ্রেফতার। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ এর নেতৃত্বে এসআই(নিঃ) তাপস সরকার, এসআই (নিঃ) শিপন মিয়া সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জেহালা মাঝের পাড়ার সাজ্জাদ শেখের ছেলে, মোঃ আব্বাস শেখ (২২) জেহালা ক্লিনিক পাড়ার মীর টিপু সুলতানের ছেলে, মীর ফেরদৌস (২০) ,পুলিশ আটক করে।জেহালা আব্বাস শেখ এর বসত বাড়ীর পেছনে বাঁশ বাগানের মধ্যে সাড়ে ৯ টার দিকে আসামী আব্বাস শেখ (২২) এর নিকট হইতে ৪০(চল্লিশ) পিস ও আসামী মীর ফেরদৌস এর নিকট হইতে ৮ (আট) পিস, সর্বমোট ৪৮(আটচল্লিশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতে নাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
Leave a Reply