কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া ভেড়ামারা চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রী, যৌতুকের টাকা না দিলে ভাটায় পুড়িয়ে হত্যার হুমকি দিয়েছে। এর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে।
ভেড়ামারা প্রেসক্লাবে গতকাল শনিবার বিকাল চারটায় অনুষ্ঠিত উক্ত সাংবাদিক সম্মেলনে রহিমান খাতুন তার লিখিত বক্তব্যে বলেন, স্বামী কর্তৃক নিগ্রহের শিকার হয়ে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে চরম অসহায় ও শোচনীয় অবস্থায় আপনাদের মাধ্যমে আইন আদালত ও সরকারের সুদৃষ্টি পাওয়ার আশায় সাংবাদিক সম্মেলনের আয়োজনে করেছি। সাংবাদিক সম্মেলনে তিনি উল্লেখ্য করে বলেন, আমার স্বামী একজন আইন অমান্যকারী নির্যাতনকারী ব্যক্তি। বিগত ৩০/১/ ২০২২ ইং তারিখে ১০ লক্ষ টাকা দেনমোহর ধার্য্যে ২০ হাজার টাকা ওয়াসিয়া মুসলিম পারিবারিক আইন অনুসারে সামাজিক প্রথায় আমাদের বিবাহ রেজিস্ট্রি হয়। বিবাহর পর থেকে আমার স্বামী হাজী গিয়াস উদ্দিন সোনা আমার নিকট পাঁচ লক্ষ টাকা যৌতুক দাবি করে। আমার পিতা মৃত হওয়ায় আমার বোন আমার সুখের কথা চিন্তা করে আমার স্বামীর কোল্ড স্টোরেজের ফ্লোর ঢালাই করার জন্য, আমার নিজের জমানো নগদ ৩ লক্ষ টাকা গত ইংরেজি ১/৭/ ২০২২ তারিখে আমার স্বামীর নিকটে প্রদান করে। কিন্তু তাতেও আমার যৌতুক লোভী স্বামীর চাহিদা মেটে না। সে নতুনভাবে আরো যৌতুকের টাকা দাবি করে বাকি ২ লক্ষ টাকা যৌতুক দেওয়ার জন্য আমার উপরে চাপ দেয়। আমি অনেক অত্যাচার সহ্য করেও সংসার করতে থাকি এক পর্যায়ে যৌতুকের বাকি টাকা পরিশোধ করতে না পারায় আমার স্বামী আমাকে মানসিক ও শারীরিক অত্যাচার ও নির্যাতন করে এক কাপড়ে বাড়ী থেকে বের করে দেয়। আমার আত্মীয়-স্বজনরা বারবার সংবাদ দেওয়ার পর গত ইংরেজি ১/৯/২০২২ তারিখ বেলা ৩টার দিকে আমার স্বামী আমার নিজ নামীয় বাড়িতে আসে। আমার আত্মীয় স্বজনরা আমার স্বামীকে যৌতুকের বাদবাকি টাকা ছাড়ায় আমাকে নিয়ে গিয়ে ঘর সংসার করতে বলে এ কথাতে আমার স্বামী অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ঘর সংসার করবে না বলে সব জানিয়ে দেয় এক পর্যায়ে আমার পিতার বাড়ীর পরিবারের লোকজন, দেনমোহর ও খোরপোষ দাবি করলে আমার স্বামী তা দিতে অস্বীকার করে। গত ইংরেজি ২০-৭ ২০২২ তারিখ থেকে আমার নিজ নামিও বাড়ীতেই অবস্থান করছি। আমার স্বামী আমাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে আমার স্বামীর প্রথম পক্ষের সন্তান শুভ আমাকে তাদের ভাটায় পুড়িয়ে মারার হুমকি দেয় । ক্ষমতার জোরে পুলিশ দিয়ে বিভিন্ন ভাবে আমাকে হয়রানি করছে বলে তিনি দাবী করেন।
Leave a Reply