মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে বিনা প্রতিদ্বন্দিতায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ রোববার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা কমান্ডার নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা নজরুল করিম। এছাড়া বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন ডেপুটি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা হাজী আমজাদ হোসেন সহকারী কমান্ডার (সাংগঠনিক), বীর মুক্তিযোদ্ধা আশকর আলী সহকারী কমান্ডার (পূনর্বাসন), বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন সহকারী কমান্ডার (তথ্য ও প্রচার), বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন সহকারী কমান্ডার (অর্থ), বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোঃ সেলিম সহকারী কমান্ডার (ক্রীড়া ও সাংস্কৃতিক), বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী টুকু সহকারী কমান্ডার (দপ্তর ও পাঠাগার), বীর মুক্তিযোদ্ধা আরজুমান বানু সহকারী কমান্ডার (ত্রাণ ও সমাজকল্যাণ)। কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন মোশারফ হোসেন ও আব্দুল করিম চিশতী।
Leave a Reply