কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী রেজাউল হক বলেছেন, আমাদের গ্রাম বাংলার হারানো ঐতিহ্যকে শিক্ষার্থীদের মাঝে আরও জানাতে নববর্ষ, পিঠা উৎসব, বসন্তবরণ উৎসবের আয়োজন বেশি বেশি করতে হবে। তিনি বলেন, পিঠা উৎসব আমাদের আবহমান গ্রাম বাংলার একটি ঐতিহ্য।
গতকাল সকালে কুষ্টিয়া সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বার্ষিক পিঠা উৎসবের সমাপনিতে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
কলেজ চত্বরে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে নান্দনিক পিঠা উৎসবে প্রায় ২০টি স্টল বসেছিল। পাটিসাপটা, শামুক, পাখিসহ হরেক রকম পিঠার সমাগম ঘটেছিল। বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনী থেকে একাদশ শ্রেনীর ছাত্র-ছাত্রীরা পিঠা স্টলে দিন ব্যাপী পিঠা ক্রয় করে বেশ আনন্দে সময় অতিবাহিত করেছে। সকালে উৎসবের উদ্ধোধনী অনুষ্ঠানে কলেজের বাংলা ইন্সট্রাক্টর ও বিশিষ্ট আবৃতিকার রিজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রকৌশলী রেজাউল হক বলেন, সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা এমনিতেই দিনব্যাপী নানা প্রযুক্তি, উদ্ভাবনী নিয়ে বোরিং সময় অতিবাহিত করেন। এ থেকে কিছুটা নিষ্কৃতি পেতে সরকারী নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চ্চাকে গতিশীল রাখার অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে। তিনি বলেন, এসব আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আরও আগ্রহ বৃদ্ধি পায়। এ সময় গণিত বিভাগের ইন্সট্রাক্টর রিনা বিশ্বাস ও কম্পিউটার বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর আজিজুন নাহারসহ শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অধ্যক্ষ পিঠা উৎসবের স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন।
Leave a Reply